পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ইফতার থেকে ফিরেই জ্বর ও বমি, হাসপাতালে ভরতি 70 - ramadan

ইফতারে খাবার খেয়ে অসুস্থ কুশমণ্ডির নানাহারপাড়া এলাকার প্রায় ৮০ জন। অসুস্থ হয়ে কুশমণ্ডি ও রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৭০ জন । বাকিদের চিকিৎসা চলছে বাড়িতে ।

হাসপাতালে অসুস্থদের চিকিৎসা চলছে

By

Published : May 22, 2019, 5:02 AM IST

Updated : May 22, 2019, 5:56 AM IST

কুশমণ্ডি, 22 মে: ইফতারে খাবার খেয়ে অসুস্থ কুশমণ্ডির নানাহারপাড়া এলাকার প্রায় ৮০ জন। অসুস্থ হয়ে কুশমণ্ডি ও রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৭০ জন । বাকিদের চিকিৎসা চলছে বাড়িতে । খবর পেয়ে গ্রামে গেছে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম । বিষয়টিতে নজর রাখছে ব্লক প্রশাসন ।

মঙ্গলবার রাতে কুশমণ্ডির নানাহারপাড়া এলাকায় ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ৮০ জন ছিল । খাবার খেয়ে প্রত্যেকেই কম-বেশি অসুস্থ হন । খাদ্যে বিষক্রিয়ার ফলেই তাঁরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিক অনুমান প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ।

প্রায় ৭০ জন জ্বর, বমি সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । বাড়িতে যাঁদের চিকিৎসা চলছে তাদের মেডিকেল টিম ওষুধ দিয়েছে । নানাহারপাড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায় অসুস্থদের কুশমণ্ডি ও রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় বাসিন্দা জিয়ারুল হক জানান, নানাহারপাড়া এলাকার মসজিদে ইফতার পার্টি ছিল । সেখান থেকে খাবার খেয়ে ফেরার পরেই একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন । অসুস্থদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। কুশমণ্ডির BDO মহম্মদ জাকিরা জানান, পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে । অসুস্থদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে ।

Last Updated : May 22, 2019, 5:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details