পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

করলা জলে প্লাবিত জলপাইগুড়ি

পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে বেড়েছে করলা নদীর জলস্তর। জল ঢুকেছে জলপাইগুড়ি সদরে। প্লাবিত হয়েছে প্রশাসনিক দপ্তর থেকে হাসপাতাল। উদ্ধার কার্যে নেমেছেন ডিফেন্স কর্মীরা।

Jalpaiguri
Jalpaiguri

By

Published : Jul 13, 2020, 12:52 PM IST

জলমগ্ন শহরের একাধিক এলাকা

জলপাইগুড়ি,13 জুলাই: করলা নদীর জলে প্লাবিত জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা।জলমগ্ন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর থেকে সদর হাসপাতাল ।

পাহাড়ে একটানা বৃষ্টির ফলে বেড়েছে করলা নদীর জলস্তর। দিনহাটা বাজার এলাকা দিয়ে এই জল ঢুকছে জলপাইগুড়ি সদরে । ইতিমধ্যেই প্রশাসনিক ভবনের সামনে জল জমে গিয়েছে।জল জমেছে ব্ল্যাড ব্যাঙ্কের সামনেও। এক কোমড় জল ডিঙিয়ে সদর হাসপাতালের ভেতরে যেতে হচ্ছে। বিপাকে পরেছেন রোগীরা । জল জমেছে মর্গেও । জলমগ্ন ফার্মাসি থেকে কলেজের সামনেটা ।

বসতি এলাকার মধ্যে জলপাইগুড়ি পৌরসভা এলাকার পরেশ মিত্র কলোনিতে,বয়েলখানা বাজার করলা নদীর জলে জলমগ্ন হয় পরে স্থানীয়রা। জলপাইগুড়ি সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার কার্যে নেমেছেন। শহরের সমাজপাড়া ,দিনবাজার এলাকায় ঢুকছে করলা নদীর জল ।দিনবাজারে এক কোমড় জল হয়ে গেছে।এদিকে তিস্তার জল ঢুকে নন্দনপুর বোয়ালমারি, ময়নাগুড়ি,পদমতি,ধর্মপুর এলাকা প্লাবিত করেছে। তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা রয়েছে।পাশাপাশি সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। ইতিমধ্যে পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য বিভিন্ন এলাকায় পরিদর্শনে বেরিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details