ডুয়ার্স, 28 এপ্রিল : মাঝরাতে প্লাবিত এলাকা । জলের তোড়ে ভাসল নির্মীয়মাণ সেতুর কাঁচামাল । ঘটনাটি ডুয়ার্সের বানারহাট চা বাগান এলাকার । গতকাল রাতে বানারহাটের শান্তিপাড়া, হাসপাতাল পাড়াসহ একাধিক এলাকায় হড়পা বান আসে । যার জেরে হাতিনালা ক্যানেলের জল প্লাবিত হয় পার্শ্ববর্তী এলাকায় । ক্ষতিগ্রস্ত বানারহাট চা বাগান । জল ঢুকেছে বাগানের একাংশেও ।
ডুয়ার্সে হড়পা বান, বিপর্যস্ত জনজীবন
মাঝরাতে প্লাবিত এলাকা । জলের তোড়ে ভাসল নির্মীয়মাণ সেতুর কাঁচামাল । ঘটনাটি ডুয়ার্সের বানারহাট চা বাগান এলাকার ।
বানারহাট চা বাগান এলাকার ছবি
প্রতিবছরই পাহাড়ে বৃষ্টি হলে প্লাবিত হয় এই সব এলাকা । ভয়াবহ রূপ নিলে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িও । বানারহাটের দুই প্রান্তের সংযোগকারী কালভার্ট প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হয়। ফলে পৌরসভার পক্ষ থেকে এবারে তা ভেঙে সেখানে সেতু নির্মাণের কাজ চলছিল । গতকাল হড়পা বানের ফলে যার কাঁচামাল ভেসে গেছে । ভেসে গেছে সিমেন্টও । শ্রমিকদের কথায়, মাঝরাতে এমন হওয়ায় সরানো যায়নি কিছুই ।
Last Updated : Apr 28, 2019, 3:36 PM IST