পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দুর্গাপুরের সেপকো টাউন শিপ চিহ্নিত হল কনটেনমেন্ট জ়োনে - Corona

দুর্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। একদিনে দুর্গাপুরে পাওয়া গেল 14 জন কোরোনা আক্রান্তের সন্ধান। তার মধ্যে রয়েছে একই পরিবারের 11 জন সদস্য।

Durgapur
Durgapur

By

Published : Jul 14, 2020, 9:14 PM IST

দুর্গাপুর,14 জুলাই: প্রতিদিন নতুন রেকর্ড তৈরি হচ্ছে শিল্প শহর দুর্গাপুরে। আজ একই বাড়ির 10 জন আক্রান্তের সন্ধান পাওয়া গেল। নতুন করে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল 14 জন । এই প্রথম দুর্গাপুরের সেপকো টাউন শিপের যে পরিবারের মোট 11 জন আক্রান্ত হন, সেই সংশ্লিষ্ট এলাকাকে কনটেনমেন্ট জ়োন বলে ঘোষণা করা হল।


রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দুর্গাপুরেও এবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। দুর্গাপুর ইস্পাত নগরী বি-জোন বঙ্কিমচন্দ্র এভিনিউ এর এক ব্যক্তি গত পরশুদিন কোরোনাতে আক্রান্ত বলে জানা যায় । তার পরিবারের অন্যরা থাকেন সেপকো টাউনশিপে। তাদের লালারস পরীক্ষা করে দেখা যায় সেই পরিবারের বাকি 10 জনও কোরোনা আক্রান্ত । দুর্গাপুর মহকুমা হাসপাতালের এক নার্স তিনিও কোরোনাতে আক্রান্ত । এছাড়াও দুর্গাপুর মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে চিকিৎসাধীন দুই মহিলা কোরোনাতে আক্রান্ত বলে জানা গেছে । এই দুই মহিলার মধ্যে অন্ডাল এলাকায় যার বাড়ি তাকে গতকাল ছুটি দেওয়া হয়েছে হাসপাতাল থেকে । অন্য এক মহিলাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। অন্যদিকে, একই পরিবারের 11 জন আক্রান্ত থাকার কারণে জেলা প্রশাসনের নির্দেশে ওই এলাকাকে কনটেইনমেন্ট জ়োন বলে ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যায় ইতিমধ্যে দুর্গাপুর থানার পুলিশ ওই বাড়িটি যে পাড়ায়, সেই এলাকাকে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে ।


নতুন করে বহু কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাবে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে । সরকারি স্বাস্থ্যবিধি এখনও পর্যন্ত অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না দুর্গাপুর শহরে। বিশেষ করে বাজার এলাকাগুলিতে দেখা যাচ্ছে সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করতে । প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপুরবাসীর কাছে বারবার সচেতন হওয়ার আর্জি জানালেও দেখা যাচ্ছে মাস্ক ছাড়া, সামাজিক দূরত্ব না মেনে অবাধে ঘোরাফেরা করতে।

ABOUT THE AUTHOR

...view details