পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

প্রথমবার শহিদ দিবস পালন হল না জম্মু-কাশ্মীরে - Article 370

গত বছর পর্যন্ত 13 জুলাই জম্মু-কাশ্মীরে শহিদ দিবস হিসেবেই পালিত হয়েছে । 370 ধারা প্রত্যাহারের পর এবছর প্রথম তারিখটিকে সরকারি ছুটির তালিকা থেকে বাদ দেওয়া হল ।

Martyr day in Jammu kashmir, no official holiday
Martyr day in Jammu kashmir, no official holiday

By

Published : Jul 13, 2020, 9:02 PM IST

শ্রীনগর, 13 জুলাই : জুলাইয়ের 13 তারিখ । 1948 সাল থেকেই জম্মু-কাশ্মীরে আজকের দিনটি শহিদ দিবস হিসেবে পালিত হত । সরকারি ছুটির তালিকাভুক্ত ছিল দিনটি । কিন্তু এই প্রথম এবছর তালিকা থেকে তারিখটিকে বাদ দেওয়া হয়েছে । আজ কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে না তো রয়েছে কোন সরকারি ছুটি, না তো পালিত হচ্ছে কোনও সরকারি অনুষ্ঠান ।

মুখ্যমন্ত্রী থেকে সরকারি আমলা এমনকী অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও আজকের দিনে শহিদদের কবরে শ্রদ্ধাজ্ঞাপন করতেন । গত বছর পর্যন্ত এভাবেই পালন করা হয়েছিল দিনটি ।

22 জন শহিদের মৃতদেহ (ফাইল ছবি)

প্রশাসনের এক আধিকারিক জানান, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের তরফে শহিদদের কবরে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল । কিন্তু মাজার-এ-শোহাদা কনটেনমেন্ট এলাকার মধ্যে পড়ছে বলে অনুমতি দেওয়া হয়নি । তিনি আরও বলেন, "বেশিরভাগ বিচ্ছিন্নতাবাদী নেতৃত্বরা আজ হয় জেলে বন্দী, নয় ঘরে বন্দী । বিচ্ছিন্নতাবাদী দলগুলি তরফে অনুমতি চেয়ে আমাদের কাছে কোনও আবেদন করা হয়নি ।”

2019-এর শেষের দিকে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয় । রাজ্যের তকমা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হয় জম্মু-কাশ্মীর । তারপরই প্রশাসনের তরফে 2020 সালের সরকারি ছুটির তালিকা থেকে ডিসেম্বরের 5 এবং জুলাইয়ের 13 এই দু'টি দিনকে বাদ দেওয়া হয় । অন্যদিকে তালিকাভুক্ত করা হয় অক্টোবরের 26 তারিখটিকে । 1947 সালের এই দিনটিতেই জম্মু-কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতীয় আধিপত্য স্বীকার করেছিলেন । ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল জম্মু-কাশ্মীর ।

ডিসেম্বরের 5 তারিখ ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা শেখ মহম্মদ আবদুল্লাহের জন্মবার্ষিকী হিসেবে পালিত হত । 1947 সালের অক্টোবরে জম্মু-কাশ্মীর রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর 13 জুলাই সরকারি ছুটি ঘোষণা করেছিলেন তিনি । 1931 সালের 13 জুলাই স্বৈরাচারী ডোগরা শাসকদের অত্যাচারের বিরুদ্ধে শহিদ হয়েছিলেন 22 জন । তাদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতেই তারিখটি সরকারি ছুটির তালিকাভুক্ত করা হয়েছিল ।

যদিও স্থানীয় রাজনৈতিক নেতারা কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন । পাশাপাশি বিষয়টি পুনরায় বিবেচনার জন্য আর্জি জানিয়েছেন ।

"1931 সালের 13 জুলাই যাঁরা শহিদ হয়েছিলেন, অন্ধকার এবং হতাশার মধ্যেও তাঁরা দাসত্ব, বৈষম্য এবং নিপীড়ন মুক্ত সমাজের কল্পনা করেছিলেন । নিজেদের আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের লক্ষ্য স্থির করে দিয়ে গেছিলেন ।" গতকাল শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ ।

"সরকারি ক্যালেন্ডারে ছুটির তালিকা থেকে শহিদ দিবসকে বাদ দিলেও মানুষের মন থেকে দিনটিকে মুছে দেওয়া যাবে না । প্রত্যেক স্বাধীনতাপ্রেমী মানুষের মনে দিনটি সদা স্মরণীয় হয়ে থাকবে ।" শহিদদের স্মরণে ভার্চুয়ালি শ্রদ্ধা জ্ঞাপন করে একথা বলেন মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র ।

"রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল ।কাশ্মীরের জনগণ নেতৃত্বে ছিল । জীবনের চূড়ান্ত ত্যাগ স্বীকার করে তাঁরা সাহসী লড়াইকে অমর করে দিয়েছিল । তাঁদের ত্যাগ মানুষকে নিজের অধিকার, মর্যাদা এবং ন্যায়বিচারের জন্য লড়াই করতে অনুপ্রাণিত করবে । " বলেন পিপলস কনফারেন্স নেতা আবদুল গনি ভাকিল । তিনি আরও বলেন, "1931 সালের শাসকদের সঙ্গে আজকের শাসকদের কোনও পার্থক্য নেই ।"

ABOUT THE AUTHOR

...view details