পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

'জয়শ্রীরাম'- এর জের, মমতার যাত্রাপথে জমায়েত রুখতে তৎপর নবান্ন - Fearing breach in Mamata Banerjee security, Nabanna asks to take measures

মুখ্যমন্ত্রীর যাওয়ার পথে আগে থেকে নজরদারি চালানো হবে ।

মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 3, 2019, 5:59 PM IST

কলকাতা, 3 জুন : জয়শ্রীরাম স্লোগান শুনে একাধিকবার মেজাজ হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যাত্রাপথে গাড়ি থেকে নেমে গেছেন । তার জেরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে । এই আশঙ্কায় মুখ্যমন্ত্রীর যাত্রাপথে অবাঞ্চিত জমায়েত রুখতে পুলিশকে বিশেষ নির্দেশ দিল নবান্ন । এবার থেকে মুখ্যমন্ত্রীর যাত্রাপথের উপর অনেক আগে থেকে নজরদারি চালানো হবে ।

লোকসভা ভোট চলাকালীন প্রচারের যাওয়ায় সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয়শ্রীরাম স্লোগান দেয় কয়েকজন যুবক । সেজন্য তাদের গ্রেপ্তার করা হয় । ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে জগদ্দলে । গাড়ি থেকে নেমে মমতা বলেন, "কার বুকে পাটা আছে সামনে আয় । এসে বল । সাহস কত, মাথায় ফেট্টি বেঁধে আমাকে গালাগাল করছে ।" সেইসঙ্গে উক্ত ব্যক্তিদের "চামড়া গুটিয়ে দেওয়ার" হুমকিও দেন তিনি । যদিও মুখ্যমন্ত্রী গাড়িতে উঠতেই ফের একবার "জয়শ্রীরাম" ধ্বনি শোনা যায় । ওঠে মোদি-মোদি স্লোগানও । তা নিয়ে রীতিমতো সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি । যত তিনি রেগে যাচ্ছেন, তত তাঁর সামনে জয়শ্রীরাম স্লোগানের মাত্রা বাড়ছে । কিন্তু, এভাবে আচমকা গাড়ি থেকে নেমে যাওয়ায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে বলে মত তাঁর দায়িত্বে থাকা আধিকারিকদের । উদ্বেগে প্রকাশ করেছেন রাজ‍্য প্রশাসনের কর্তা-ব‍্যক্তিরাও । তাই এবার মুখ্যমন্ত্রীর যাত্রাপথকে ঘিরে বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশ দিল নবান্ন ।

মুখ্যমন্ত্রীর যাত্রাপথে অবাঞ্চিত জমায়েত যাতে না হয় সেজন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী যে পথ দিয়ে যাবেন, সেই পথে আগে থেকে নজরদারি চালাবে পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details