কলম্বো, 28 এপ্রিল : কলম্বো ধারাবাহিক বিস্ফোরণের সন্দেহভাজন মূলচক্রীর আব্বা ও দুই ভাইকে খতম করল নিরাপত্তাবাহিনী । গোপন ডেরায় ঢুকে শুক্রবার তাদের নিকেশ করা হয় । পুলিশ সূত্রে এই খবর পাওয়া গেছে ।
21 এপ্রিল গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো । উত্তর অংশের কোচ্চিকাড়ে, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণ হয় । শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলও বিস্ফোরণে কেঁপে ওঠে । তার ঘণ্টাখানেক পরই আরও দুটি বিস্ফোরণ হয়। ঘটনায় 253 জনের মৃত্যু হয়েছে । প্রাথমিকভাবে কোনও সংগঠন ঘটনার দায় স্বীকার না করলেও পরে ISIS বিস্ফোরণের দায় নেয় । পরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা জানান, বিস্ফোরণের দিন শাংরি লা হোটেলেই সন্দেহভাজন মূলচক্রী মৌলবি জ়াহরান হাশিমের মৃত্যু হয়েছে ।