পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কৃষকদের অন্ধকারে রেখে জমি অধিগ্রহণ ? গজলডোবায় গোলমাল - Mamata Bnerjee

গাজলডোবায় জমি থেকে খুঁটি উপড়ে চাষাবাদের সিদ্ধান্ত নিয়েছিল কৃষকরা । সেই মতো খুঁটি উপড়ানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয় । এরপরই পুলিশের সঙ্গে কৃষকদের বচসা শুরু হয় ।

কৃষকদের অন্ধকারে রেখে জমি অধিগ্রহণ ? গজলডোবায় গোলমাল

By

Published : Jun 4, 2019, 1:05 PM IST

Updated : Jun 4, 2019, 9:38 PM IST

জলপাইগুড়ি, 4 জুন : গজলডোবায় কয়েক একর জমিতে পর্যটকদের জন্য হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । জমিটিকে ঘিরে ফেলা হয়েছে । কিন্তু অভিযোগ, এই কাজের কথা প্রশাসনের তরফে কৃষকদের জানানো হয়নি । যে খুঁটিগুলি দিয়ে জমিটিকে ঘেরা হয়েছে সেগুলি আজ উপড়ে ফেলার চেষ্টা করেন কৃষকরা । তাঁদের বাধা দেয় পুলিশ । এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা ।

রাজ্য সরকারের "ভোরের আলো" প্রকল্পের আওতায় গজলডোবায় কয়েক একর জমিতে হেলিপ্যাড তৈরির কাজ শুরু করেছে প্রশাসন । অভিযোগ, কৃষকদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই তাঁদের জমিতে জোর করে হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন কৃষকরা । কিন্তু কোনও সুরাহা না হওয়ায় গতকাল বৈঠক বসেন স্থানীয় কৃষকরা । সেই বৈঠকে BJP-র কিষাণসভার রাজ্য নেতারাও উপস্থিত ছিলেন । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অধিগৃহীত জমি থেকে খুঁটি উপড়ে চাষবাস শুরু করা হবে । সেই মতো "জয় শ্রীরাম" ধ্বনি দিয়ে আজ খুঁটি উপড়ে ফেলার চেষ্টা করেন তাঁরা । পুলিশ তাঁদের বাধা দেয় । এরপরই পুলিশের সঙ্গে কৃষকদের বচসা শুরু হয় ।

দেখুন ভিডিয়ো

সমস্যা সমাধানের জন্য কৃষকরা প্রশাসনকে তিনদিন সময় দিয়েছেন । এরমধ্যে কোনও সমাধানসূত্র না মিললে তাঁরা জমি দখল করবেন বলে জানিয়েছেন । পবিত্র দাস নামে এক কৃষক বলেন, "40 বছর ধরে এই জমিতে চাষ করছি । এই জমি নিয়ে নিলে বাঁচব কী করে ? তাই আমরা খুঁটি উপড়ে ফেলব । এই জমিতে কোনও কাজ করতে দেব না প্রশাসনকে ।"

Last Updated : Jun 4, 2019, 9:38 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details