পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

স্পেশাল ব্রাঞ্চের অফিসার সেজে প্রতারণা, শ্রীঘরে কীর্তিমান! - kolkata

সামারি - নিজেকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করত জয়দেব চন্দ নামে এক ব্যক্তি । পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ।

joydeb chanda

By

Published : Jun 19, 2019, 6:05 AM IST

কলকাতা, 19 জুন : নিজেকে পরিচয় দিত কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার হিসেবে । অভিনয়টাও চলতো নিখুঁত । চলনে বলনে যেন পাক্কা পুলিশ অফিসার । অনেকেই বিশ্বাস করত কীর্তিমানের কথা ! সেই সুযোগে দিব্যি প্রতারণা চালিয়ে যেত সে । তবে শেষ রক্ষা হল না । প্রতারক গ্রেপ্তার হল কলকাতা পুলিশের হাতে ।

কলকাতার বুকে একখানা ফ্ল্যাট । তাও আবার ক্রিস্টোফার রোডের এক অভিজাত আবাসনে । এছাড়া বাড়িও রয়েছে । সেটি গড়িয়ার এন সি নস্কর রোডে । বাড়ির নাম "চন্দ ভবন" । সেখানে থাকত এই “হাই প্রোফাইল" প্রতারক জয়দেব চন্দ ।

প্রতারণার জন্য "মালদার পার্টি" টার্গেট করতে । "টার্গেট"-এর কাছে নিজের পরিচয় দিত কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার হিসেবে । কেউ যাতে অবিশ্বাস না করে, সেজন্য তৈরি করেছিল নকল পরিচয়পত্র । জয়দেবের সাম্প্রতিক "টার্গেট" ছিল বেনিয়াপুকুরের সেখ কামিল নামে এক ব্যক্তি ।

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে কামিল তপসিয়া থানায় অভিযোগ জানান । তিনি জানান, ওই ব্যক্তি স্পেশাল ব্রাঞ্চের অফিসার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিল । সেই সূত্রে তপসিয়ার B/5/H/1 রামমোহন বেড়া লেনে একটি প্রপার্টি ডেভেলপমেন্টের এগ্রিমেন্ট হয় । কিন্তু গোটা এগ্রিমেন্টটাই ছিল ভুয়ো । সেই এগ্রিমেন্টের জন্য আড়াই লাখ টাকা নেয় জয়দেব । কিন্তু পরে কামিল বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার । তারপর তপসিয়া থানায় অভিযোগ জানান । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গতকাল গ্রেপ্তার করে জয়দেবকে।

ABOUT THE AUTHOR

...view details