পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

প্রত্যেক ভারতীয় চৌকিদার : মোদি - India Air Force

দেশে বা দেশের বাইরে যেখানেই থাকুন, প্রত্যেক ভারতীয় চৌকিদার : মোদি

নরেন্দ্র মোদি

By

Published : Mar 31, 2019, 9:17 PM IST

Updated : Mar 31, 2019, 9:32 PM IST

দিল্লি, ৩১ মার্চ : "ভারত-পাকিস্তান করে আমরা অনেক সময় নষ্ট করেছি। আর নয়। পাকিস্তান নিজেরাই নিজেদের মৃত্যু নিশ্চিত করবে। ওদের ছেড়ে দাও। আমরা সামনে এগিয়ে যাই।" আজ দিল্লিতে এক অনুষ্ঠানে পাকিস্তানকে এভাবেই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লিতে আজ "ম্যাঁয় ভি চৌকিদার" শীর্ষক এক অনুষ্ঠানে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। পাকিস্তানের বালাকোটে জইশ ই মহম্মদ-এর জঙ্গিঘাঁটিতে বায়ুসেনার অভিযান প্রসঙ্গে মোদি বলেন, "গত ৪০ বছর ধরে আমরা সন্ত্রাসবাদের শিকার হচ্ছি। আমরা জানি, এই ঘটনার পেছনে কারা আছে। আমি ভেবেছিলাম, কতদিন আর এরকম চলবে? তারপর আমি সিদ্ধান্ত নিই, এটা যেখান থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে খেলা হবে।"

ভিডিয়োয় শুনুন নরেন্দ্র মোদির বক্তব্য

ভারতীয় বায়ুসেনার অভিযানের পর পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তা নিয়ে লোকসভা নির্বাচনের মুখে দেশে শাসক-বিরোধী তরজা শুরু হয়। সে প্রসঙ্গে মোদি বলেন, "পাকিস্তান উভয় সংকটে রয়েছে। তারা যদি বলে বালাকোটে কিছু হয়েছে তাহলে তাদের স্বীকার করতে হবে যে, সেখানে জঙ্গিদের প্রশিক্ষণ ছিল। ওরা বিশ্বকে বলে এসেছে, সেখানে কিছু ছিল না। কিন্তু, আমরা যে আক্রমণ করেছি তা তারা আর লুকোতে পারবে না। ভারতীয় বায়ুসেনা যেখানে অভিযান চালিয়েছে, সেখানে ওরা গত দেড় মাস কাউকে যেতে দেয়নি।"

পাশাপাশি, নাম না করে আর্থিক প্রতারণার দায়ে অভিযুক্ত বিজয় মালিয়া ও নীরব মোদি প্রসঙ্গেও মুখ খোলেন মোদি। এর আগে, একাধিকবার বিরোধীরা অভিযোগ তুলেছিল, দুই অভিযুক্তকে দেশ থেকে পালাতে সাহায্য করে মোদি সরকার। লোকসভা ভোটের আগে বিরোধীদের সেই অস্ত্র ভোঁতা করতে মোদি বলেন, "কিছু লোক বিদেশের আদালতে গিয়ে বলছেন, ভারতের জেলের এমন অবস্থা আমরা সেখানে থাকতে পারব না। তো তাঁদের আবার মহল দেব না কি? ইংরেজরা গান্ধিজিকে যে জেলে রেখেছিল, তার থেকে ভালো জেল কিছুতেই দেব না।"

তারপর তিনি দেশের মানুষকে আশ্বস্ত করে বলেন, "আমার পাহারায় আপনাদের টাকায় কেউ থাবা বসাতে পারবে না। চৌকিদার হিসেবে দেশের সম্পদ নিরাপদ রাখার দায়িত্ব আমার।" এছাড়াও মোদি বলেন, "প্রত্যেক ভারতীয় চৌকিদার। সে তিনি দেশে থাকুন বা দেশের বাইরে থাকুন। শিক্ষিত হন বা অশিক্ষিত হন। যুবক বা বৃদ্ধ হন।"

Last Updated : Mar 31, 2019, 9:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details