কোরোনা আক্রান্ত ইংল্যান্ডের অলরাউন্ডার ডেভিড উইলি - আয়ারল্যান্ডে
ইয়র্কশায়ারের এই ক্রিকেটার বলেন, তিনি ঘরোয়া T20 লিগ ভাইটালিটি ব্লাস্টের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না ।
লন্ডন, 18 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত হলেন ইংল্যান্ড অলরাউন্ডার ডেভিড উইলি । বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় নিজেই একথা জানিয়েছেন । গত মাসে শেষবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি।
টুইটারে উইলি লেখেন, "আমার ও আমার স্ত্রীর কোরোনা পোর্ট পজ়িটিভ এসেছে ।" এর ফলে ঘরোয়া T20 লিগ ভাইটালিটি ব্লাস্টের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি ।
তিনি লেখেন, "যেটা খারাপ খবর সেটা হল শনিবার সকালে আমি অন্য তিন জনের সংস্পর্শে এসেছিলাম । অর্থাৎ তাদেরও কোরোনা হওয়ার ঝুঁকি আছে ।"
আগেই ইয়র্কশায়ার ঘোষণা করে, উইলি, টম কোহলার-ক্যাডমোর, জোশ পয়েসডেন এবং ম্যাথু ফিশার তাদের বাকি ভাইটালিটি ব্লাস্ট গ্রুপের খেলাগুলি মিস করবে।
সোমবার ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে এই চার ক্রিকেটারকে ইয়র্কশায়ারের দল থেকে বাদ দেওয়া হয়েছে । তাদের প্রত্যেককে COVID-19 নির্দেশিকা অনুসারে 14 দিনের জন্য আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত কেরিয়ারে 49টি ওয়ানডে ও 28টি আন্তর্জাতিক T20 ম্যাচ খেলেছে উইলি । 2018 সালের IPL-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন তিনি ।