পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ফাঁকা স্টেডিয়াম বেন স্টোকসের খেলায় প্রভাব ফেলতে পারে: ড্যারেন গগ

জুলাই মাস থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে কোরোনা সংক্রমণ রুখতে দর্শকহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। প্রথমবার দর্শকহীন ম্যাচে খেলোয়াড়দের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে বলেই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার ড্যারেন গগ।

Darren gogh
Darren gogh

By

Published : Jun 7, 2020, 6:31 PM IST

লন্ডন, 7 জুন : কোরোনা ভাইরাসের জেরে বন্ধ হয়েছিল 22 গজের দৌড়ঝাঁপ। ছক্কা বা চার হাকাচ্ছিল না আর কেউ। অবশেষে শুরু হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট, তবে খেলা হবে দর্শকহীন স্টেডিয়ামে। এর প্রভাব পড়তে পারে বেন স্টোকসের খেলায়, এমনটাই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার ড্যারেন গগ।

জুলাই মাসেই ইংল্যান্ডে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তিন দিনের টেস্ট ম্যাচে ইংল্যান্ডের দলের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রেখে দর্শকহীন স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ম্যাচগুলি।

49 বছর বয়সী ড্যারেন একটি সাক্ষাৎকারে বলেন, " যখনই কোন বড় ম্যাচ চলে বা খেলার কোন গুরুত্বপূর্ণ মুহূর্ত সৃষ্টি হয়, তখন বেন স্টোকস নিজের সেরাটা তুলে ধরেন। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কোনও সমর্থক ছাড়াই কী রকম পারফর্ম করেন, তা দেখা বেশ আকর্ষণপূর্ণ হবে। আমার মনে হয়, এটি তার পারফরমেন্সকে কিছুটা প্রভাবিত করবে। "

গগ, যিনি নিজে ইংল্যান্ডের হয়ে 58 টি টেস্ট ও 159 টি ODI খেলেছেন, তিনি বলেন, দর্শকহীন স্টেডিয়ামে খেলা সম্পর্কে খেলোয়াড়রা কিরকম ভিন্ন প্রতিক্রিয়া দেয়, তা দেখা বেশ মজাদার হবে।

ABOUT THE AUTHOR

...view details