কলকাতা, 9 এপ্রিল : ফের কমিশনের নজরে অনুব্রত মণ্ডল। আবার তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করল। জেলা নির্বাচন আধিকারিককে এবিষয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। তাঁকে সেন্সর পর্যন্ত করা হতে পারে বলে খবর। জেলা নির্বাচন আধিকারিকের রিপোর্ট আসার পরেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঁচন, নকুলদানা, সিরিঞ্জের পর পোল ভোট। আবারও বিতর্কে বীরভূম জেলা তৃণমূল সভাপতি। গতকাল সিউড়িতে ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষক সংগঠনের সভায় অনুব্রত মণ্ডল বলেন, "ভোটের দিনে আপনারা ভয় পাবেন না। আমাদের দলের সভাপতিরা, বুথ সভাপতিরা আপনাদের সঙ্গে থাকবেন। তাঁদের নম্বর আপনাদের দিয়ে দেব। আপনাদের কোনও অসুবিধা হলে তাঁদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সুরক্ষার জন্য আমরা সবসময় আছি। তার বদলে আপনারা ৫০০-৬০০টা করে পোল ভোট করার সুযোগ দেবেন। এটা আমার অনুরোধ।" বিরোধীদের বক্তব্য, পোল ভোট মানে ছাপ্পা। সেই সূত্রে কমিশনে অভিযোগ জমা পড়েছে। CPI(M)-র তরফে রবিন দেব নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে দাবি করেন, এখনই অনুব্রতর বিরুদ্ধে FIR করা হোক। অন্যদিকে বীরভূমের জেলা BJP সভাপতি রামকৃষ্ণ রায় অনুব্রতর বিরুদ্ধে DEO-র কাছে অভিযোগ জানিয়েছেন।
অনুব্রত মণ্ডল প্রথমে বিরোধীদের, তারপর জনগণকে নকুলদানা খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন। তা নিয়ে তৈরি হয় বিতর্ক। নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়ে। অনুব্রত মণ্ডলকে শোকজ় করা হয়। এরপর তিনি কমিশনকেই নকুলদানা খাওয়ানোর পরামর্শ দেন। তা নিয়ে বেজায় চটে কমিশন। ফের তাঁকে শোকজ় করা হয়। সম্প্রতি তিনি সেই শোকজ়ের জবাব দিয়েছেন। তারপর তিনি কেন্দ্রীয় বাহিনীকে নকুলদানা খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনীকেও নকুলদানা দেবে। জল চাইবে, জল দেবে। কেন্দ্রীয় বাহিনী যা চাইবে তাই দেবে।"