দিল্লি, 10জুন : নীরব মোদি এবং মেহুল চোক্সীর থেকে 1,350 কোটির হিরে এবং মুক্তো ফেরাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED) । হংকং থেকে আজ 2300 কেজির পালিশ করা হিরে এবং মুক্তো ভারতে ফেরানো হয়েছে ।
108টি চালান আজ মুম্বই পৌঁছায় । এর মধ্যে 32টি বিদেশি দ্রব্য নীরব মোদি ‘আওতায়’ ছিল । বাকিগুলি মেহুল চোক্সীর ।
আর্থিক তছরূপের অভিযোগে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী (PMLA )এই দুই ব্যবসায়ীর বিরুদ্ধেই তদন্ত করেছে ED । পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে শোধ করেননি নীরব মোদি । সেই ঘটনায় প্রায় 13 হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ।
যে মূল্যবান জিনিসগুলি ফেরানো হয়েছে, তার মূল্য 1350 কোটি টাকা । রয়েছে পালিশ করা হিরে এবং মুক্তোও ।
হংকং প্রশাসনের সঙ্গে সমস্তরকম আইনি কার্যকলাপ সম্পূর্ণ করা হয়েছে । PMLA –র আওতায় হিরে এবং মুক্তো বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ED ।