কলকাতা, 25 এপ্রিল : মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । নিজেই লুকিয়েছিলেন । কেউ তাঁকে অপহরণ করেননি । আজ CID-র জিজ্ঞাসাবাদের সময় নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় এমনই জানিয়েছেন বলে সূত্রের খবর ।
"নিজেই লুকিয়েছিলেন", ভোটের দায়িত্ব থেকে অর্ণব রায়কে সরাল কমিশন
CID-র জিজ্ঞাসাবাদের মধ্যেই ভোটের দায়িত্ব থেকে অর্ণব রায়কে সরাল কমিশন।
CID-র জিজ্ঞাসাবাদের মধ্যেই ভোটের দায়িত্ব থেকে অর্ণব রায়কে সরাল কমিশন। তাঁর জায়গায় এলেন কৃষ্ণনগরের ডেপুটি কালেক্টর নীলাঞ্জন ভট্টাচার্য। আজ সকালে হাওড়া স্টেশন থেকে অর্ণব রায়কে উদ্ধার করে CID। 18 এপ্রিল নদিয়ার EVM ও VVPAT-এর দায়িত্বে থাকাকালীন নিখোঁজ হন তিনি। 18 তারিখও জেলাশাসকের দপ্তরে তিনি কাজ করছিলেন । দুপুর দু'টোর পর সেখান থেকেই নির্বাচন সংক্রান্ত কাজে কৃষ্ণনগর BPCIT কলেজের উদ্দেশে রওনা হয়েছিলেন। গাড়িচালকসহ অন্যরা ফিরে এলেও অর্ণবের খোঁজ পাওয়া যায়নি । অবশেষে রাতের দিকে কৃষ্ণনগর থানায় মিসিং ডায়েরি করেন জেলাশাসক সুমিত গুপ্তা । তারপরই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় অর্ণবের এই নিখোঁজ হওয়ার পিছনে সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই ।
আজ উদ্ধার হওয়ার পর অর্ণবকে জিজ্ঞাসাবাদ শুরু করে CID। অর্ণব রায় CID কে জানায় তিনি নিজেই লুকিয়েছিলেন। এরপরই এই সিদ্ধান্ত নেয় কমিশন।