দুর্গাপুর, 5 ফেব্রুয়ারি : বড়সড় রেল দুর্ঘটনা থেকে বাঁচল দুর্গাপুর । বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুর আরপিএফ-এর কাছে খবর আসে রাজবাঁধের কাছে রেললাইনে দু‘জন সন্দেহজনক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে । স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন উত্তর পান । তাঁরা দুর্গাপুর আরপিএফে খবর দেন । আরপিএফ আধিকারিকেরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দেখেন লাইনের ধারে এক-আধটা নয়, চারটে ফিশপ্লেট পড়ে রয়েছে (Durgapur RPF arrests unknown persons on fishplate stealing in Rajbandh Paschim Bardhaman) ।
তদন্তে নেমে এই অপরাধ চক্রের সঙ্গে জড়িত অরুণ সানা (31) ও শিবু সরকারকে (32) গ্রেফতার করে আরপিএফ-এর বিশেষ দল । ধৃতদের বাড়ি দুর্গাপুরের কাঁকসার গোপালপুর উত্তরপাড়ায় । আরপিএফ আধিকারিকদের প্রাথমিক অনুমান, রেলের কর্মীরা ফিশপ্লেট মেরামতির সময় মাঝে মাঝে এইগুলি এক জায়গায় মজুত করে রাখেন । এতে কাজের সময় বারবার আনা নেওয়ায় বাড়তি ভোগান্তি পোওয়াতে হয় না, সময় ও কষ্ট দুই বাঁচে ।