পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

Civic Volunteer Attack : শান্তিপুরের সিভিক ভলান্টিয়ারকে মারধর - Drunk men attack Civic Volunteer in Santipur

কর্তব্যরত অবস্থায় সন্দেহভাজন যুবকদের সঙ্গে কথা কাটাকাটি । তা মারধর পর্যন্ত গড়ায় । জখম সিভিক ভলান্টিয়ার এখন হাসপাতালে (Civic Volunteer Attack in Santipur) ।

Santipur Crime News
Suspected drunken attack Santipur Civic Volunteer

By

Published : Feb 3, 2022, 11:06 AM IST

শান্তিপুর, 3 ফেব্রুয়ারি :কর্মরত অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে । পুলিশের অনুমান, তারা মদ্যপ অবস্থায় ছিল । গুরুতর জখম ভলান্টিয়ার এখন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি । রতন বিশ্বাস নামে ওই সিভিক ভলান্টিয়ার শান্তিপুর থানায় কর্মরত । ঘটনাটি ঘটেছে বেলেডাঙা মোড় এলাকায় (Civic Volunteer Attack in Santipur) ।

জানা গিয়েছে, রতন বিশ্বাস প্রতিদিনের মতো শান্তিপুর থানার বেলডাঙা মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে ট্রাফিক ডিউটিতে ছিলেন । বুধবার সন্ধে নাগাদ কয়েকজন যুবক টোটো নিয়ে যাচ্ছিল । তারা সম্ভবত নেশাগ্রস্ত ছিল । সেই সময় টোটোয় থাকা রাজু এবং সুমন দেবনাথের সঙ্গে সিভিক ভলান্টিয়ারের কথা কাটাকাটি হয় ।

আরও পড়ুন : Tourists faces punishment : নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রস্নান, পর্যটকদের কান ধরে ওঠবোস করাল সিভিক ভলেন্টিয়ার

তারা তখনকার মতো ঘটনাস্থল ছেড়ে চলে গেলেও 20 মিনিট পর দলবল নিয়ে ফিরে আসে । অকথ্য ভাষায় গালিগালাজ-সহ বেধড়ক মারধর করতে থাকে রতন বিশ্বাসকে । তিনি চিৎকার করলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তেরা । খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে । এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details