বালুরঘাট, 9 অক্টোবর : বালুরঘাট শহরে আত্রেয়ী খাঁড়ির একাংশে ধসের জেরে বেশিরভাগ ওয়ার্ডেই বন্ধ রয়েছে পানীয় জল পরিষেবা । 15 দিন ধরে জলের পাইপলাইনের কাজ চলবে । যার জেরে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ । যদিও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় পাইপলাইন সারাইয়ের কাজ চলছে ।
বাম আমলে শহরের প্রতিটি বাড়িতে জল পৌঁছে দিতে বালুরঘাটের হোসেনপুর ট্রাক টার্মিনাসে জলের রিজ়ার্ভার এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয় । প্রায় দশ বছর ধরে কাজ চলে । চলতি বছর লকডাউনের আগে পর্যন্ত শহরের প্রায় দু'হাজার পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়া হয় ।
লকডাউনের পর নতুন আরও প্রায় হাজারখানেকের বেশি জলের সংযোগ দেওয়া হয়েছে । কিন্তু মোটর কালী ব্রিজ সংলগ্ন এলাকায় আত্রেয়ী খাঁড়ির পাড় ধসে পরিস্রুত পানীয় জলের মূল পাইপলাইনটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । যার ফলে শহরের 12 থেকে 25 নম্বর ওয়ার্ডে ব্যাহত হয় পানীয় জল পরিষেবা । যার জেরে শহরের বাসস্ট্যান্ড, বিশ্বাসপাড়া, বাসন্তী বাগান, বড় বাজার, শান্তি কলোনি, সাড়ে তিন নম্বর মোড়, বালুরঘাট ক্লাব, সাহেব কাছারি, দীপালি নগর সহ বেশ কয়েকটি এলাকার প্রায় এক হাজারেরও বেশি পরিবার সমস্যায় পড়েছে ।