পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

আত্রেয়ীর খাঁড়িতে ধস, বালুরঘাট ব্যাহত পানীয় জল পরিষেবা - আত্রেয়ী নদীর খাঁড়িতে ধস

যুদ্ধকালীন তৎপরতায় জলের পাইপলাইন সারাইয়ের কাজ চলছে । তবে কাজ শেষ হতে 15 দিন সময় লাগবে বলে জানা গিয়েছে ।

Drinking water service affected in Balurghat
Drinking water service affected in Balurghat

By

Published : Oct 9, 2020, 5:43 PM IST

বালুরঘাট, 9 অক্টোবর : বালুরঘাট শহরে আত্রেয়ী খাঁড়ির একাংশে ধসের জেরে বেশিরভাগ ওয়ার্ডেই বন্ধ রয়েছে পানীয় জল পরিষেবা । 15 দিন ধরে জলের পাইপলাইনের কাজ চলবে । যার জেরে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ । যদিও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় পাইপলাইন সারাইয়ের কাজ চলছে ।

বাম আমলে শহরের প্রতিটি বাড়িতে জল পৌঁছে দিতে বালুরঘাটের হোসেনপুর ট্রাক টার্মিনাসে জলের রিজ়ার্ভার এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয় । প্রায় দশ বছর ধরে কাজ চলে । চলতি বছর লকডাউনের আগে পর্যন্ত শহরের প্রায় দু'হাজার পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়া হয় ।

লকডাউনের পর নতুন আরও প্রায় হাজারখানেকের বেশি জলের সংযোগ দেওয়া হয়েছে । কিন্তু মোটর কালী ব্রিজ সংলগ্ন এলাকায় আত্রেয়ী খাঁড়ির পাড় ধসে পরিস্রুত পানীয় জলের মূল পাইপলাইনটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । যার ফলে শহরের 12 থেকে 25 নম্বর ওয়ার্ডে ব্যাহত হয় পানীয় জল পরিষেবা । যার জেরে শহরের বাসস্ট্যান্ড, বিশ্বাসপাড়া, বাসন্তী বাগান, বড় বাজার, শান্তি কলোনি, সাড়ে তিন নম্বর মোড়, বালুরঘাট ক্লাব, সাহেব কাছারি, দীপালি নগর সহ বেশ কয়েকটি এলাকার প্রায় এক হাজারেরও বেশি পরিবার সমস্যায় পড়েছে ।

বন্যা পরিস্থিতির জেরে আত্রেয়ী খাঁড়ি ফুলেফেঁপে ওঠে । পরে জল নেমে গেলেও খাঁড়ি সংলগ্ন বিভিন্ন এলাকায় ধস নামে । ফলে খাঁড়ির উপর দিয়ে বয়ে যাওয়া পরিস্রুত পানীয় জলের মূল পাইপলাইনটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে । পরিস্থিতি মোকাবিলায় পৌরসভার তরফে প্রায় 15 টি জলের ট্যাঙ্কার বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হচ্ছে বলে পৌর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ।

এই বিষয়ে 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিপিকা সিনহা বলেন, "পৌরসভার পরিস্রুত জল খুব ভালো । এই জলই আমরা পানীয় হিসেবে ব্যবহার করি । কিন্তু বেশ ক'দিন ধরে জলের পরিষেবা বন্ধ আছে । শুনেছি পাইপলাইনের সমস্যা হয়েছে । কবে পরিষেবা চালু হবে তা জানি না । "

বালুরঘাট পৌরসভার প্রশাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় বলেন, "আত্রেয়ী খাঁড়ির ধসে জলের পাইপলাইনের ক্ষতির কারণে শহরের অর্ধেক ওয়ার্ডে জলের পরিষেবা বিঘ্নিত হয়েছে । ইতিমধ্যেই ওই পাইপলাইন সারানোর কাজ জোরকদমে চলছে । আগামী 15 দিন পানীয় জল পরিষেবা দেওয়া সম্ভব নয় বলে মাইকে প্রচার চালানো হয়েছে । আমরা জলের ট্যাঙ্কার পাঠাচ্ছি পৌর এলাকায় ।"

ABOUT THE AUTHOR

...view details