পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ভেঙে পড়ো না, আরও বিশ্বকাপ আসবে ; ঋষভকে পরামর্শ সৌরভের - Sourav said to Risabh Pant

ঋষভের সামনে আরও বিশ্বকাপ পড়ে রয়েছে । অনেক সুযোগ আসবে । মত সৌরভের ।

সৌরভ গাঙ্গুলি

By

Published : Apr 24, 2019, 8:44 PM IST

Updated : Apr 25, 2019, 11:32 AM IST

কলকাতা, 24 এপ্রিল : মহেন্দ্র সিং ধোনির পর বিশ্বকাপে দলের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞের বাজি ছিলেন ঋষভ পন্থ । তাঁর সুযোগ পাওয়ার পক্ষে ছিলেন সৌরভ গাঙ্গুলিও । কিন্তু, শেষপর্যন্ত পন্থের ভাগ্যে শিঁকে ছেঁড়েনি । তাঁর জায়গায় বিশ্বকাপের টিকিট পেয়েছেন দীনেশ কার্তিক । তা নিয়ে ঋষভকে সৌরভের পরামর্শ, "ঋষভের বয়স সবে 20 । সামনে লম্বা সময় পড়ে রয়েছে । ঋষভের সামনে আরও অনেক বিশ্বকাপ খেলার সুযোগ আসবে ।"

আজ মধ্য কলকাতার এক হোটেলে বসে IPL, বাংলার ক্রিকেট সহ একাধিক বিষয় নিয়ে খোলাখুলি কথা বললেন সৌরভ গাঙ্গুলি ।

প্রশ্ন : আপনি দিল্লি ক্যাপিট্যালসের পরামর্শদাতা হওয়ার পর দিল্লি দারুণ খেলছে। পয়েন্ট টেবিলে দু'নম্বরে রয়েছে । বিশেষত, খেলোয়াড় হিসেবে আপনি IPL-এ সেভাবে সফল নন ।

সৌরভ : সেটা সত্যি। এই সাফল্য আমার কাছে বেশ বড় বিষয় । দলের একজোট হয়ে ভালো খেলাই সাফল্যের কারণ।

প্রশ্ন : আপনি কী পরামর্শ দেন?

সৌরভ : ম্যাচ সিচুয়েশন ও দক্ষতা সবার রয়েছে । IPL-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক খেলোয়াড় বাছা। তাঁদের তৈরি করার অত সময় থাকে না । সবাই আন্তর্জাতিক ক্রিকেট খেলে। তাই টুর্নামেন্ট শুরু হওয়ার কয়েকদিনে আগেই খেলোয়াড়তদের পাওয়া যায়। তাই সঠিক খেলোয়াড়দের বেছে সাফল্য পাওয়ার পথ খুঁজে বের করতে হবে। দিল্লিতে তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণ রয়েছে । শিখর ধাওয়ান, ইনগ্রাম, অমিত মিশ্র, রাবাডা রয়েছেন। তবে, আমি পরামর্শ দিতে পারি। খেলোয়াড়দের বেশি ক্রেডিট প্রাপ্য । কারণ তাঁরাই মাঠে নেমে পরিকল্পনাগুলি বাস্তবায়িত করেন ।

প্রশ্ন : রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করছেন। কী বলবেন ?

সৌরভ : রিকি ও আমি দীর্ঘদিন ধরেই খুব ভালো বন্ধু । দুর্দান্ত খেলোয়াড় ছিলেন । বিশ্বকাপ জয়ী অধিনায়ক । 2003 সালের বিশ্বকাপে রিকি অধিনায়ক ছিল, তাতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা রানার্স আপ হয়েছিলাম । বড় বড় টুর্নামেন্ট জিতেছে। রিকির অভিজ্ঞতা প্রচুর । তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি তৃপ্ত । রিকি যেভাবে খেলোয়াড়দের প্রয়োজনটা বোঝে তা অত্যন্ত আকর্ষণীয় । রিকি দুর্দান্ত কোচ ।

প্রশ্ন : বাংলার খেলোয়াড়রা IPL-এ সেভাবে সুযোগ পাচ্ছেন না । কী বলবেন ?

সৌরভ : বাংলা থেকে চারজন রয়েছেন । একদম নেই বললে হবে না । তবে, তাঁদের নিজেদের জায়গা করে নিতে হবে। খেলাধূলা মানেই সবসময়ে একটা সীমানা ছাড়িয়ে যাওয়া । তোমাকে তোমার নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে । সুযোগ নিশ্চয়ই পাবে । শ্রীবৎস আগেরবার বেশ কয়েকটি ম্যাচে খেলেছিল । মহম্মদ শামি তো দারুণ খেলছে ।

ভিডিয়োয় শুনুন সৌরভের বক্তব্য
Last Updated : Apr 25, 2019, 11:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details