কলকাতা, 14 জুন : NRS-এ চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে মিছিল করছেন জুনিয়র ডাক্তাররা । তাঁদের সঙ্গে সামিল হয়েছেন চিকিৎসকরাও ।
NRS-এ চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মিছিল ; পা মেলালেন অপর্ণা
NRS থেকে কলকাতা ন্যাশানাল মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত মিছিলটি হচ্ছে । মিছিলে সামিল হয়েছেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা ।
NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের জেরে এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । গুরুতর জখম হয় সে । তারপর নিরাপত্তার দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে ডাক্তারদের যৌথ মঞ্চ । এরপর আজ জয়েন্ট ফোরামস অফ ডক্টরসের তরফে NRS থেকে একটি মিছিল করা হচ্ছে । সেটি পার্ক সার্কাস হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত যাবে ।
মিছিলে পা মিলিয়েছেন অপর্ণা সেন, রূপম ইসলামরা । তিনি বলেন, "একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ এরকম মিছিল করে । মুখ্যমন্ত্রীকে অনুরোধ, নিজের অনড় অবস্থান থেকে সরে ছাত্রদের সঙ্গে কথা বলুন । "