পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সকালে হুঁশিয়ারি, বিকেলে শান্তির বার্তা দিলীপের - BJP

দিলীপ ঘোষ দাবি, সন্দেশখালির সংঘর্ষের ঘটনায় 4 জন BJP কর্মী নিহত হয়েছেন । আরও 5-6 জন BJP কর্মী নিখোঁজ রয়েছেন । পুলিশ কিছুই বলতে পারছে না। BJP-কে দোষারোপ করা হচ্ছে । পুলিশ সুপারকে বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।

সকালে হুঁশিয়ারি, বিকেলে শান্তির বার্তা দিলীপের

By

Published : Jun 9, 2019, 6:47 PM IST

Updated : Jun 9, 2019, 7:24 PM IST

সন্দেশখালি, 9 জুন : কয়েকঘণ্টার মধ্যে 180 ডিগ্রি ঘুরে গেলেন দিলীপ ঘোষ । সকালে বলেছিলেন প্রতিশোধ নেবেন । বিকেলে সেই দিলীপের মুখেই শান্তির আবেদন ।

তৃণমূল-BJP সংঘর্ষের ঘটনার পর আজ সন্দেশখালিতে যায় BJP-র একটি প্রতিনিধি দল । দিলীপ ঘোষের নেতৃত্বে এই দলে ছিলেন সায়ন্তন বসু, রাহুল সিনহারা । সংঘর্ষ কবলিত এলাকা ঘুরে দেখেন । যান বসিরহাট হাসপাতালে । জখমদের সঙ্গে দেখা করেন । তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন । পাশে থাকার বার্তা দেন । এরপরে সন্দেশখালিতে শান্তি ফেরানোর আবেদন জানান তাঁরা ।

সন্দেশখালির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন BJP রাজ্য সভাপতি । তাঁর অভিযোগ পুলিশকে জানানো সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । এমন কী পুলিশ ঘটনাস্থানের কাছাকাছি থাকলেও ব্যবস্থা গ্রহণ করতে দেরি করে বলেও অভিযোগ দিলীপের । একই সঙ্গে তিনি বলেন, " সন্দেশখালির সংঘর্ষের ঘটনায় 4 জন BJP কর্মী নিহত হয়েছেন । আরও 5-6 জন BJP কর্মী নিখোঁজ রয়েছেন ।" রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ । বিষয়টি নিয়ে দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছেও রিপোর্ট দেবেন বলেও জানিয়েছেন তিনি ।

এই সংক্রান্ত খবর : এবার অন্যায়ের প্রতিশোধ নেওয়া শুরু হবে : দিলীপ ঘোষ

BJP-র পাশাপাশি ঘটনাস্থানে যান তৃণমূলের প্রতিনিধি দলও । ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বোস, মদন মিত্র, তাপস রায়ের মতোন শীর্ষ নেতারা । তাঁরাও এলাকা পরিদর্শন করেন । ঘটনায় নিহত ও জখমদের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা ।

Last Updated : Jun 9, 2019, 7:24 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details