পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দিলীপ ঘোষ পাগলবাবু, ওঁর বক্তব্যে বাংলার মানুষের মাথা হেঁট হচ্ছে : পার্থ - dilip ghosh

দিলীপ ঘোষকে "পাগলবাবু" বলে কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Apr 13, 2019, 9:46 PM IST

Updated : Apr 13, 2019, 11:38 PM IST

কৃষ্ণনগর, ১৩ এপ্রিল : "দিলীপ জ়িরো থেকে হিরো হওয়ার চেষ্টা করছেন।" এই মন্তব্য করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি দিলীপ ঘোষকে তিনি 'পাগলবাবু' বলেও কটাক্ষ করেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ পার্থ চট্টোপাধ্যায় কৃষ্ণনগরে এক কর্মিসভায় যোগ দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দিলীপ পাগলবাবু এত কিছু করার পরও নির্বাচন কমিশন তাঁকে কিছু করছে না। কারণ তাঁর কলারে পদ্মফুল আছে। ওঁর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে চারটে চিঠি পেয়ে যেত। উনি জ়িরো থেকে হিরো হওয়ার চেষ্টা করছেন। যেখানে যাবেন সেখানেই হারবেন। দিলীপ বাংলার রাজনীতিকে কলুষিত করছেন। এবং কীভাবে গন্ডগোল বাধানো যায় সেই চেষ্টা করছেন। কে বাঘ আর কে বেড়াল তা বাংলার মানুষ বুঝে গেছে।"

দিলীপ ঘোষ নির্বাচনী আধিকারিকদের প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এই মন্তব্যের সমালোচনা করে পার্থবাবু বলেন, "প্রধানমন্ত্রী এমন একজনকে এই রাজ্যের চৌকিদার করেছেন যার কথা বাংলার মানুষের মাথা হেঁট করে দিচ্ছে। মানুষ এর উত্তর দেবে। যেখানে তিনি দাঁড়িয়েছেন সেখান থেকেও উত্তর পাবেন।" তিনি আরও বলেন, "রামনবমীতে রাষ্ট্রপতির ছবি লাগিয়ে রাহুল সিনহা বলছেন যে রাষ্ট্রপতি হিন্দু। প্রথমে সেনাবাহিনী তারপরে স্বয়ং রাষ্ট্রপতিকে নামিয়েছে। তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে। স্বগৌরবে ভারতের রাষ্ট্রপতিকে হিন্দু বলা হচ্ছে। BJP সমাজকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে। এভাবে তারা শুধু দলের নয় নিজেদের জীবনেও বিপর্যয় ডেকে আনছে। দেশে ও রাজ্যে তারা আগুন জ্বালানোর চেষ্টা করছে।"

Last Updated : Apr 13, 2019, 11:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details