নয়াদিল্লি, 10 অগস্ট : লন্ডন যাবেন ? কিংবা দুবাই ? বা প্যারিস ? তার জন্য কাটতে হবে টিকিট ৷ এতে আবার নতুন কী ! কোথাও যাওয়ার আগে তো বিমানে টিকিট কাটতেই হবে ৷ কিন্তু, দাঁড়ান ৷ বেশি টাকা দিয়ে আবার টিকিট কেটে ফেলেননি তো ? টিকিট কাটার সময় কি কখনও ভেবে দেখেছেন ওয়েবসাইট আপনাকে ঠিক দাম দেখাচ্ছে কি না ৷ তবে এবার সেদিকে নজর দিতে হবে ৷ সেরকমই পরামর্শ দিয়েছে বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনেরাল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ৷ আন্তর্জাতিক বিমানে যাওয়ার জন্য টিকিট কাটার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইটে টিকিটের মূল্য যাচাইয়ের জন্য পরামর্শ দিয়েছে ডিজিসিএ ৷ কারণ, মেটাসার্চ ইঞ্জিনগুলি প্রকৃত পয়েন্ট টু পয়েন্ট ভাড়া দেখায় না ।
শনিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্তঃরাজ্য কাউন্সিল সচিবালয়ের সচিব সঞ্জীব গুপ্ত টুইটারে অভিযোগ করেছিলেন, 26 অগস্ট ব্রিটিশ এয়ারওয়েজ়ে দিল্লি-লন্ডন ফ্লাইটে ইকোনমি ক্লাসের টিকিটের দাম 3.95 লাখ টাকা দেখিয়েছে । এদিকে, রবিবার ডিজিসিএ স্পষ্ট করেছে, দিল্লি-লন্ডন ফ্লাইটে ইকোনমি ক্লাসের টিকিট অগস্টে 1.03 লাখ থেকে 1.47 লাখ টাকার মধ্যে ছিল ।