পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কোরোনায় আক্রান্ত কলকাতা হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার - Deputy registrer of calcutta high court tested covid positive

কোরোনায় আক্রান্ত কলকাতা হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার । কোয়ারানটিনে পাঠানো হল তাঁর সংস্পর্শে আসা অন্য কর্মচারীদের । আগামীকাল থেকে হাইকোর্টের কাজ শুরু হওয়ার কথা ।

Calcutta high court, covid 19 cases, deputy registere corona positive
Calcutta high court, covid 19 cases, deputy registere corona positive

By

Published : Jul 13, 2020, 12:47 PM IST

কলকাতা 13 জুলাই : কোরোনায় আক্রান্ত কলকাতা হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার । কলকাতা হাইকোর্টে মামলা তালিকাভুক্তকরণ বিভাগে কাজ করেন তিনি । সামান্য উপসর্গ থাকায় কোরোনা পরীক্ষা করিয়েছিলেন । গতকাল পজ়িটিভ রিপোর্ট আসে। ইতিমধ্যেই তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের কোয়ারানটিনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।

হাইকোর্ট সূত্রে খবর, এখনও তিনি হাসপাতালে ভরতি হননি। তবে, শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল । গুরুতর কোনও উপসর্গ এখনও পর্যন্ত দেখা যায়নি । এর আগে হাইকোর্টের গেটের কাছে কর্মরত এক চিকিৎসক কোরোনায় আক্রান্ত হন।

কলকাতার একাধিক কনটেনমেন্ট এলাকায় পুনরায় লকডাউন ঘোষণা হওয়ায় শুক্রবার থেকে আজ পর্যন্ত হাইকোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে মামলা তালিকাভুক্তকরণ বিভাগের ডেপুটি রেজিস্ট্রার কোরোনা আক্রান্ত হওয়ার পর হাইকোর্টের কাজকর্ম আগামীকাল থেকে শুরু হবে, নাকি আপাতত বন্ধ থাকবে সেবিষয়ে এখনই হাইকোর্টের তরফে কিছু জানানো হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details