পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দাউদ ঘনিষ্ঠ প্যারোলে মুক্ত দুষ্কৃতী ফের গ্রেপ্তার

মার্চের 17 তারিখ প্যারোলে মুক্তি পেয়েছিল আনোয়ার ঠাকুর । কিন্তু তারপর থেকেই ফের গোপনে সক্রিয় হয়ে ওঠার খবর মিলছিল । 10 তারিখ চাঁদবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । উদ্ধার হয়েছে 22 লাখ টাকার ব্রাজিলিয়ান সেমি অটোমেটিক পিস্তল ।

Gangster anwar thakur arrested , dawood aied gangster arrested
Gangster anwar thakur arrested , dawood aied gangster arrested

By

Published : Jul 12, 2020, 6:00 PM IST

দিল্লি, 12 জুলাই : প্যারোলে মুক্তি পেয়ে গোপনে ফের সক্রিয় হয়ে উঠেছিল । নিজের দল গোছাতে শুরু করেছিল । কিন্তু শেষরক্ষা হল না । পুলিশের হাতে গ্রেপ্তার দাউদ ঘনিষ্ঠ দুষ্কৃতী আনোয়ার ঠাকুর ।

10 তারিখ চাঁদবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । তার কাছ থেকে উদ্ধার হয়েছে ব্রাজিলের তৈরি সেমি অটোমেটিক পিস্তল । পিস্তলটির দাম প্রায় 22 লাখ টাকা ।

পুলিশ জানিয়েছে, দিল্লির সদর বাজার থানার মধ্যে এক পুলিশ ইনফর্মারকে গুলি করে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছিল আনোয়ারের । মার্চের 17 তারিখ প্যারোলে বাইরে বের হয় । আনোয়ারের বাড়ি মিরাটে । কিন্তু সম্প্রতি ময়ূর বিহারের পাণ্ডবনগরে থাকছিল সে । ফাইজল-উর-রহমান এবং বাবলু শ্রীবাস্তবের মত মাফিয়াদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details