পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মেদিনীপুরে ফণীর তাণ্ডব, ভেঙে পড়ল বাড়ি - midnapore fani

মেদিনীপুর শহরে ফণীর তাণ্ডব। ভাঙল ২৫টি কাঁচা বাড়ি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের।

By

Published : May 3, 2019, 4:30 PM IST

Updated : May 3, 2019, 5:29 PM IST

মেদিনীপুর 3 মে : ফণীর তাণ্ডবে লন্ডভন্ড মেদিনীপুর শহরের একাংশ । ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 25টি কাঁচা বাড়ি । কয়েকটি বাড়ি ভেঙেও পড়েছে । প্রশাসনের তরফে জানা গেছে, মেদিনীপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে 3টি বাড়ি, 17 নম্বর ওয়ার্ডের হোসনাবাদ এলাকার 4টি বাড়ি ও চাঁদড়া ভেড়ুয়া এলাকায় 8টি বাড়ি ভেঙেছে ।

দেখুন ভিডিয়ো

প্রশাসনিক সূত্রে খবর, মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে আরও কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে । সামনে এসেছে বাড়ি ভাঙার ভিডিয়ো । সেখানে দেখা যাচ্ছে, কোনও বাড়ির দেওয়াল, কোনও বাড়ির টিনের চাল উড়ে গেছে ।

স্থানীয় সূত্রে খবর, ঝড়ের পর ক্ষতিগ্রস্ত এলাকা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে । তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তবে ঝড়ের দাপটে বাধা পাচ্ছে উদ্ধার কাজ ।

Last Updated : May 3, 2019, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details