পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

তৃণমূলের দখল করা পার্টি অফিস পুনরুদ্ধার করল বামেরা - cpim

রাজ্যে শাসক দলের শক্তি ক্ষয়ের পর দত্তপুকুর ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার দখল হওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করল বামেরা। অভিযোগ, ক্ষমতায় আসার পরই ওই পার্টি অফিসটি দখল করে নিয়েছিল তৃণমূল। গতকাল পার্টি অফিসটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে পুনরুদ্ধার করে স্থানীয় CPI(M) নেতৃত্ব।

দলের পতাকা লাগাচ্ছেন CPIM-এর কর্মী-সমর্থকরা

By

Published : May 25, 2019, 2:44 PM IST

Updated : May 25, 2019, 3:01 PM IST

দত্তপুকুর, ২৫ মে: ভোটের ফলপ্রকাশের পর দখল হওয়া পার্টি অফিস উদ্ধার করল CPI(M) কর্মী-সমর্থকরা । দত্তপুকুর ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা । অভিযোগ, রাজ্যে ক্ষমতায় আসার পরই ওই এলাকার CPI(M)-এর পার্টি অফিসটি দখল করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে 23 মে ভোটের ফল বেরোনোর পর সেই পার্টি অফিস পুনরুদ্ধার করে স্থানীয় CPI(M) কর্মী-সমর্থকরা ।

CPI(M)- এর অভিযোগ, ক্ষমতায় আসার পরই তৃণমূল এলাকায় তাদের পার্টি অফিসটি দখল করে। সেখানে নিজেদের দলীয় পতাকা লাগায়। দীর্ঘ ৪০ বছরের পার্টি অফিস থেকে CPI(M)-এর দলীয় পতাকা, ফেস্টুন সরিয়ে ফেলা হয় । কয়েকজন CPI(M) নেতা-কর্মীদের মারধরও করা হয়েছিল বলে অভিযোগ ।
তবে গতকাল সকালে তৃণমূলের ঝান্ডা সরিয়ে দেয় এলাকার বাম সমর্থকরা। নিজেদের দলীয় ঝান্ডা ঝুলিয়ে ওই পার্টি অফিস পুনরুদ্ধার করে CPI(M) ।

DYFI-এর দত্তপুকুর আঞ্চলিক সভাপতি হাবিব আলি বলেন, "দলীয় কার্যালয়টি তৃণমূল দখল করে রেখেছিল এতদিন । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে আমরা সরব হতে পারিনি । এবার ওদের শক্তি কমায় আমাদের ছেলেরা ফের কার্যালয়টি দখলে নিয়েছে। অনেক তৃণমূলকর্মী বাধা দিয়েছিল । তবে আমরা একত্রিত হয়ে সেই বাধা পেরিয়ে পার্টি অফিসটি পুনরুদ্ধার করলাম । " তৃণমূল নেতৃত্ব অবশ্য এই নিয়ে মুখ খুলতে নারাজ।

শুনুন DYFI-এর দত্তপুকুর আঞ্চলিক সভাপতি হাবিব আলির বক্তব্য
Last Updated : May 25, 2019, 3:01 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details