কলকাতা, 30 জুলাই : আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন CPI(M) নেতা তথা চিকিৎসক ফুয়াদ হালিম । বেশ কয়েকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ফুসফুসে রক্ত জমাট বেঁধে যাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ হয়নি বলে আগেই জানিয়েছিলেন CPI(M)-র চিকিৎসক সংগঠনের এই নেতা। ফের আজ একবার তাঁর কোরোনা টেস্ট করার জন্য চিকিৎসকরা নমুনা সংগ্রহ করা হয়েছে । বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আবদুল হালিমের পুত্র ফুয়াদ হালিম ।
প্রবল জ্বর এবং শ্বাসকষ্ট থাকায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন তিনি । কোরোনা ভাইরাসের সংক্রমণের সময় তিনি বিনা পয়সায় নিয়মিত দুস্থদের চিকিৎসা করেছেন। মাত্র 50 টাকায় অসুস্থ রোগীদের ডায়ালিসিস করেছেন নিজস্ব হাসপাতালে । পরিবার সূত্রে জানানো হয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা ভালো নেই। জ্বর এবং শ্বাসকষ্ট থাকায় তাঁর দু'বেলা খেতে অসুবিধা হচ্ছে । শরীরে অক্সিজেনের মাত্রাও কমতে শুরু করেছে । সমগ্র বিষয় নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা । তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ।
ফুসফুসে জমাট বেঁধেছে রক্ত, আশঙ্কাজনক ফুয়াদ হালিম - Kolkata
প্রবল জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বেশ কয়েকদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি CPI (M)-র চিকিৎসক সংগঠনের নেতা তথা চিকিৎসক ফুয়াদ হালিম।
Fuad halim health condition
বিধায়ক আবাসনের উলটো দিকে কিড স্ট্রিটের ইরান সোসাইটিতে সপরিবারে থাকেন ফুয়াদ হালিম। কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সমগ্র বাড়ি এবং সংলগ্ন হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
Last Updated : Jul 30, 2020, 3:54 PM IST