কান্দি, 20 মে : কংগ্রেস এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কান্দির 145 নম্বর বুথের ঘটনা । এবিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন কংগ্রেস প্রার্থী বনু খান ।
উপনির্বাচন : কান্দিতে কংগ্রেস এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ
আজ কান্দি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । অভিযোগ, 145 নম্বর বুথে কংগ্রেস প্রার্থী বনু খানের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয় ।
আজ কান্দি ও নওদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ । কংগ্রেসের অভিযোগ, 145 নম্বর বুথে তাদের এজেন্টকে বুথ থেকে বের করে দেয় তৃণমূলের লোকজন । প্রিজ়াইজিং অফিসারের সামনেই এই ঘটনা ঘটে । এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে সেই বুথে আসেন কংগ্রেস প্রার্থী বনু খান । কথা বলেন প্রিজ়াইডিং অফিসারের সঙ্গে । তারপর এজেন্টকে বুথে বসিয়ে দেন ।
বনু খান বলেন, "প্রিজ়াইডিং অফিসার কোনও আইনকানুন জানেন না । SDO-কে বলে এজেন্ট বসালাম । কিন্তু এতক্ষণ বুথ ফাঁকা গেল তার খেসারত কে দেবে ? "