পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

নিউমোনিয়ায় আক্রান্ত শ্যামল চক্রবর্তী

বার্ধক্যজনিত অসুস্থতার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন CITU এর রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শ্যামল চক্রবর্তী।আজ তাঁর করোনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত রিপোর্ট না আসায় চিকিৎসকরা গভীর পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। কথা বলতে পারছেন না শ্যামল চক্রবর্তী। প্রবল শ্বাসকষ্ট রয়েছে।

শ্যামল চক্রবর্তী
শ্যামল চক্রবর্তী

By

Published : Jul 30, 2020, 7:54 PM IST

কলকাতা,30 জুলাই : নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী এবং CPI(M ) নেতা শ্যামল চক্রবর্তী। বার্ধক্যজনিত অসুস্থতার সঙ্গে নিউমোনিয়া হওয়ায় দুর্বল হয়ে পড়েছেন তিনি। গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা রয়েছে তাঁর। নিয়মিত CITU এর রাজ্য দপ্তর শ্রমিক ভবনে আসতেন তিনি। প্রচন্ড অসুস্থ হয়ে এখন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন শ্যামল চক্রবর্তী। স্ত্রী বিয়োগের পর থেকে কাঁকুড়গাছি সিআইটি বিল্ডিংয়েই থাকেন শ্যামল চক্রবর্তী। একমাত্র কন্যা উষসী চক্রবর্তী বাবার সঙ্গেই থাকেন।

গতকাল উদ্বেগজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। COPD এর সমস্যা থাকায় আরও কাবু হয়ে পড়েছেন শ্যামল চক্রবর্তী।
CITU এর রাজ্য সভাপতি ছিলেন তিনি। সুভাষ মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার পরেও নিয়ম করে প্রতিদিন দুপুরে শ্রমিক ভবনে যেতেন শ্যামল চক্রবর্তী।

আজ তাঁর করোনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত রিপোর্ট না আসায় চিকিৎসকরা গভীর পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। কথা বলতে পারছেন না শ্যামল চক্রবর্তী। প্রবল শ্বাসকষ্ট রয়েছে। স্পন্ডেলাইসিসের সমস্যা তাঁর দীর্ঘদিনের। CPI(M ) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রতি মুহূর্তে শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও আজ বিকেলে শ্যামল চক্রবর্তীকে দেখে এসেছেন।


ABOUT THE AUTHOR

...view details