পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

জ্যোতিপ্রিয়র গাড়িতে হামলার অভিযোগ CPI(M)-র বিরুদ্ধে

তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দমদমের জনসভা থেকে ফিরছিলেন । বিরাটি এলাকায় তাঁর গাড়ি আটকানোর অভিযোগ ওঠে CPI(M) কর্মীদের বিরুদ্ধে । গাড়িতে ভাঙচুরের চেষ্টা হয় ।

জ্যোতিপ্রিয়র গাড়িতে হামলা

By

Published : May 11, 2019, 9:39 PM IST

Updated : May 11, 2019, 10:43 PM IST

বিরাটি, 11 মে : জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে ভাঙচুরের চেষ্টা । অভিযোগ উঠেছে CPI(M) কর্মীদের বিরুদ্ধে । উত্তর 24 পরগনার বিরাটির ঘটনা ।

আজ দমদমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। সভার শেষে সেখান থেকে ফিরছিলেন জ্যোতিপ্রিয়। জনসভা থেকে ফেরার পথে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বাড়িতে কিছুক্ষণ ছিলেন । তারপর সেখান থেকে মধ্যমগ্রামে দলের জেলা অফিসের দিকে যাচ্ছিলেন । পাইলট কার ছাড়াও তাঁর কনভয়ে চারটি গাড়ি ছিল । অভিযোগ, রাত 8 টা নাগাদ বিরাটি এলাকায় CPI(M) কর্মীরা জ্যোতিপ্রিয়র কনভয় আটকায় । তাঁকে গালিগালাজ করা হয় । গাড়িতেও ভাঙচুরের চেষ্টা হয় ।

দেখুন ভিডিয়ো

জ্যোতিপ্রিয় জানান, তাঁর গাড়ির পিছনে এক অনুগামীর গাড়ি ছিল । CPI(M)-র হামলায় সেই গাড়িটিই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

Last Updated : May 11, 2019, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details