পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সর্বসাধারণের জন্য প্রস্তুত কোরোনা ভ্যাকসিন, জানাল রাশিয়া - corona vaccine news

11 অগাস্ট প্রথম কোরোনা ভ্যাকসিনের কথা ঘোষণা করে রাশিয়া । আজ রুশ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, সর্বসাধারণের জন্য তৈরি কোরোনা ভ্যাকসিন ।

vaccine
vaccine

By

Published : Sep 8, 2020, 6:59 PM IST

মস্কো, 8 সেপ্টেম্বর : সর্বসাধারণের জন্য তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন । অর্থাৎ শীঘ্রই প্রথম ব্যাচের কোরোনা ভ্যাকসিন বাজারে আসবে । আজ রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয় । 11 অগাস্ট বিশ্বে প্রথম কোরোনা ভ্যাকসিন আনার কথা ঘোষণা করে রাশিয়া ।

গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজির তরফে গ্যাম-কোভিড-ভ্যাক (প্রথম ব্যাচের ভ্যাকসিন ) তৈরি করা হয়েছে । রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে । এবং সর্বসাধারণের জন্য ভ্যাকসিন উৎপাদন করা হয়েছে ।

গতমাসে রাশিয়ার তরফে বিশ্বের প্রথম কোরোনা ভ্যাকসিনের ঘোষণা করা হয় । কিন্তু রাশিয়ার এই ঘোষণাকে তখনই মান্যতা দেয়নি বিজ্ঞানী মহলের অনেকেই । দেশ-বিদেশের বিজ্ঞানীরা মনে করিয়ে দেন তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের কথা । তৃতীয় পর্যায়ের ট্রায়ালে সাধারণত কয়েক মাস সময় লেগে যায় । এবং হাজারের বেশি মানুষের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয় । তৃতীয় পর্যায়ের ট্রায়ালের আগেই ভ্যাকসিন ব্যবহারে তাড়াহুড়ো হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেন বিজ্ঞানীরা ।

তবে এই কোরোনা ভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রুশ স্বাস্থ্যমন্ত্রক । 15 অগাস্ট তারা জানায়, ভ্যাকসিনের উৎপাদন শুরু হয়েছে ।

রুশ সরকারের তরফে জানানো হয়েছিল, যাঁরা ঝুঁকি নিয়ে কাজ করেন তাঁদের উপর প্রয়োগ করা হবে প্রথম দফার ভ্যাকসিন । স্বাস্থ্যকর্মী, শিক্ষকদের উপর প্রয়োগ করা হবে । দু'বছর পর্যন্ত এই ভ্যাকসিন প্রতিরোধ ক্ষমতা দিতে সক্ষম বলে জানায় রুশ স্বাস্থ্যমন্ত্রক । তবে পুতিনের বক্তব্য, স্বেচ্ছায় ভ্যাকসিন নিতে পারবেন সবাই । সেপ্টেম্বর থেকে প্রচুর সংখ্যক ভ্যাকসিন উৎপাদন হবে । অক্টোবরে যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিনের গণপ্রয়োগ শুরু হবে ।

আজ সেই ঘোষণা মতোই রুশ স্বাস্থ্যমন্ত্রকের তরফে আবার জানানো হল, অনেকাংশেই উৎপাদন হয়েছে । এবং শীঘ্রই বাজারে আসবে প্রথম ব্যাচের কোরোনা ভ্যাকসিন ।

ABOUT THE AUTHOR

...view details