পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কোরোনা আক্রান্ত ইটাহার থানার 2 সিভিক ভলান্টিয়র - ইটাহার থানা

কোরোনা সংক্রমিত উত্তর দিনাজপুরের ইটাহার থানার দুই সিভিক ভলান্টিয়র । অন্য পুলিশ কর্মীদের নমুনা পরীক্ষা চলছে ।

Corona , civic volunteer
Corona , civic volunteer

By

Published : Jul 6, 2020, 8:20 PM IST

রায়গঞ্জ, 6 জুলাই : কোরোনা আক্রান্ত রায়গঞ্জ পুলিশ জেলার ইটাহার থানার দুই সিভিক ভলান্টিয়র। তাঁদের সংস্পর্শে আসা 15 জনের লালারসের নমুনা পরীক্ষা করা হলেও কারও রিপোর্টে পজ়িটিভ আসেনি।

রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশকর্মীদের মধ্যে প্রায় 200 জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই দুই সিভিক ভলান্টিয়র ছাড়া আরও একজন আধিকারিক আগে কোরোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন।

অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগের এক কর্মী কোরোনা সংক্রমিত হয়েছেন বলে খবর । ডালখোলার বাসিন্দা ওই স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা অন্য সহকর্মীদেরও লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার বলেন, “আমাদের ইটাহার থানার দুুুই সিভিক ভলান্টিয়র এবং এক সিভিক ভলান্টিয়রের স্ত্রী কোরোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। এছাড়াও আমরা ইটাহার থানার অন্য পুলিশ কর্মীদের নমুনা পরীক্ষা করাচ্ছি।”

ABOUT THE AUTHOR

...view details