বসিরহাট, 1 জুলাই : কোরোনা আক্রান্ত এক পুলিশ আধিকারিকের আজ মৃত্যু হল । মাটিয়ার বাসিন্দা ছিলেন হাসান ফকির (45) । বসিরহাট পুলিশ সুপারের অফিসে কর্মরত ছিলেন । কয়েকদিন আগে তিনি কোরোনা সংক্রমিত হন । চিকিৎসার জন্য তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল।
কোরোনা পরিস্থিতি মোকাবিলার জন্য দেশজুড়ে লকডাউন জারি হয় । প্রথম থেকেই বসিরহাট থানার ASI হাসান ফকিরের ভূমিকা যথেষ্ট সদর্থক ছিল । কোরোনা উপদ্রুত বসিরহাটে আক্রান্ত রোগীদের বাড়ি থেকে তিনি হাসপাতালে পৌঁছে দিয়েছেন । সঙ্গে লকডাউন কার্যকর করতে বাজারে পাহারা দিয়েছেন ।
দিন কয়েক আগে হাসান জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হন । হৃদরোগের সমস্যাও ছিল । চিকিৎসার জন্য প্রথমে তাঁকে মধ্যমগ্রামের একটি হাসপাতালে ভরতি করে তাঁর পরিবার । অবস্থার অবনতি হওয়ায় মধ্যমগ্রামের হাসপাতাল থেকে 27 জুন তাঁকে বারাসতের একটি নামী হাসপাতালে ভরতি করা হয় । মঙ্গলবার তাঁর সোয়াব পরীক্ষার রিপোর্ট আসে, জানা যায় তিনি COVID-19 পজ়িটিভ । আজ সকালে তাঁর মৃত্যু হয়।
হাসানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন । স্বাস্থ্যদপ্তরের তরফে পরিবারের সদস্যদের কোয়ারানটিনে থাকার ব্যবস্থা করা হয়েছে ।
বসিরহাটের পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বারুই বলেন, “হাসান 18 জুন পর্যন্ত কাজ করেছেন । শারীরিক অসুস্থতার জন্য তারপর থেকে তিনি ছুটিতে ছিলেন । মঙ্গলবার তাঁর কোভিড 19 পজ়িটিভ রিপোর্ট আসে । বুধবার সকালে তাঁর মৃত্যু হয় । আমার অফিসে যে পুলিশকর্মীরা তাঁর সংস্পর্শে ছিলেন, তাঁদের কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।”