দিল্লি , 13 সেপ্টেম্বর : সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক হচ্ছে না ৷ মূলত , অধিবেশন শুরু হওয়ার আগে বিভিন্ন বিষয় ও লক্ষ্য নির্ধারণ নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল ৷ কিন্তু কোরোনা পরিস্থিতির জেরে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক করবেন না ৷ তবে সংসদে আজ রাজ্যসভার বিজ়নেস অ্যাডভাইজ়রি কমিটির বৈঠক হওয়ার কথা আছে ৷
সংসদে বর্ষাকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক নয়
কোরোনা পরিস্থিতির জেরে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক করবেন না ৷ তবে সংসদে আজ রাজ্যসভার বিজ়নেস অ্যাডভাইজ়ারি কমিটির বৈঠক হওয়ার কথা আছে ৷
আগামীকাল থেকে শুরু হতে চলেছে সংসদের বর্ষাকালীন অধিবেশন ৷ 1 অক্টোবর পর্ষন্ত চলবে ৷ তবে অধিবেশনে কোনও প্রশ্নোত্তর পর্ব থাকবে না ৷ তবে অধিবেশনের আগে প্রত্যেক কর্মীকে RT-PCR কোরোনা পরীক্ষা করিয়ে নিতে হবে ৷ যদিও COVID-19 সংক্রমণ মোকাবিলায় ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার (NIC) একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে , যার মাধ্যমে সংসদ সদস্যদের উপস্থিতি রেকর্ড করা হবে ।
14 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন চলবে । প্রথম দিন লোকসভার অধিবেশন সকাল 9 টা থেকে দুপুর 1টা পর্যন্ত ৷ আর রাজ্যসভার অধিবেশন বসবে বিকেল 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত ৷ বাকি দিনগুলিতে রাজ্যসভায় কার্যক্রম চলবে সকাল 9 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত ৷ লোকসভা বৈঠকের সময় বিকেল 3 টা থেকে সন্ধে 7 টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ৷ উভয় কক্ষের অধিবেশনের জন্য চার ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। কোনও ছুটির দিন থাকবে না ৷