পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দিল্লিতে কাজ শুরু দেশের প্রথম প্লাজ়মা ব্যাঙ্কের

কোরোনা যুদ্ধে সামিল হতে চেয়েছিলাম, পরিবারকে পাশে পেয়েছিলাম । প্লাজ়মা দান করতে পেরে গর্বিত । দেশের প্রথম প্লাজ়মা ব্যাঙ্কে প্লাজ়মা দান করে বললেন রোহন নামে এক দাতার ।

Delhi Plasma Bank
Plasma Bank

By

Published : Jul 5, 2020, 4:14 PM IST

দিল্লিতে কাজ শুরু দেশের প্রথম প্লাজ়মা ব্যাঙ্কের

দিল্লি, 5জুলাই : দেশের প্রথমপ্লাজ়মা ব্যাঙ্ককাজ শুরু করল দিল্লিতে । কোরোনাসংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠাদের প্লাজ়মা দান করার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলকার্যকলাপ । দিল্লি সরকারের লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস-এ2জুলাই এইপ্লাজ়মা ব্যাঙ্ক’-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অরবিন্দকেজরিওয়াল । কোরোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন যারা,তারা এই ব্যাঙ্কে প্লাজ়মা দান করতেপারবেন ।

দিল্লিপ্লাজ়মা ব্যাঙ্কের দায়িত্বে থাকা অনিতা জানান, “দিল্লির সব হাসপাতালগুলিতে প্লাজ়মারচাহিদা পূরণই এই ব্যাঙ্কের উদ্দেশ্য । এক্ষেত্রে প্লাজ়মা দান করার জন্য দাতারকোরোনা পজ়িটিভ রিপোর্ট এবং অন্তত14দিনে তিনি সুস্থ হয়েছেন,এই দুই রিপোর্ট থাকা বাধ্যতামূলক ।প্লাজ়মা দান করতে আসা ব্যক্তিকে কাউন্সেলিং করা থেকে দান করার পর দাতার রক্তচাপমাপা পর্যন্ত পুরো প্রক্রিয়াটিতে সময় লাগবে প্রায় দু'ঘন্টা । আর মেশিনে প্লাজ়মা দান করারপ্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় লাগে আধঘণ্টা ।একজন দাতার থেকে500মিলিমিটার প্লাজ়মা নেওয়া হচ্ছে যা দু'জন রোগীকে সাহায্য করবে বলেও জানানতিনি ।

কোরোনাথেকে সুস্থ হয়ে উঠেছেন এমন যাদের বয়স18থেকে60-এর মধ্যে এবং ওজন50কেজির বেশি,তাঁরা প্লাজ়মা দান করতে পারবেন বলেএর আগেই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী । এর মধ্যে অন্তঃসত্ত্বা বা সদ্য সন্তানেরজন্ম দিয়েছেন এমন মহিলা ও কোমরবিড সিচুয়েশন রয়েছে এমন কারও থেকে প্লাজ়মা নেওয়াহবে না,বলেওউদ্বোধনের পর জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

ABOUT THE AUTHOR

...view details