পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বাড়ি দেওয়ার নামে টাকা নিয়েছেন কাউন্সিলর, থানায় অভিযোগ - PMAY

অভিযুক্ত কাউন্সিলর বাড়িতে নেই । বালুরঘাট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।

উপভোক্তা

By

Published : Jun 24, 2019, 11:04 AM IST

বালুরঘাট, 24 জুন : প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া হবে । এই প্রতিশ্রুতি দিয়ে কারও থেকে 15 হাজার টাকা, কারও থেকে আবার 40 হাজার টাকা নিয়েছেন । কিন্তু, মেলেনি ঘর । এমনই অভিযোগ উঠেছে বালুরঘাট পৌরসভার তৃণমূল কাউন্সিলর নীতা হাঁসদার বিরুদ্ধে । কাউন্সিলরের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করলেন জনা 12 উপভোক্তা ।

বালুরঘাট পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বিদায়ি কাউন্সিলর নীতা হাঁসদা । গত বছর প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়ার কাজ শুরু করে পৌরসভা । অভিযোগ, বাড়ি দেওয়ার অজুহাতে ওই কাউন্সিলর একাধিক উপভোক্তার থেকে টাকা নেন ।

এই সংক্রান্ত আরও খবর :সরকারি কাজে কাটমানি, টাকা ফেরতের জন্য মুচলেকা তৃণমূল নেতার

যদিও ঘর পাননি উপভোক্তারা । বিষয়টি নিয়ে গতকাল তাঁরা কাউন্সিলরের বাড়িতে যান । কিন্তু, বাড়িতে ছিলেন না কাউন্সিলর । পরে কাউন্সিলরের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হয় ।

এই সংক্রান্ত আরও খবর :জনরোষের মুখে কাটমানি ফেরতের প্রতিশ্রুতি তৃণমূল নেতাদের

এক উপভোক্তার স্বামী রঞ্জিত মহন্ত বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার জন্য আমাদের থেকে টাকা নেওয়া হয়েছিল । কিন্তু, ঘর তো দেওয়াই হয়নি । উলটে কাউন্সিলর নিজের ওয়ার্ড থেকে পালিয়ে গেছেন । " অপর এক উপভোক্তা ফাল্গুনী প্রামাণিকের অভিযোগ, "আমার কাছ থেকে 30 হাজার টাকা নেওয়া হয়েছিল । টিভিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আমরা থানায় অভিযোগ জানিয়েছি । "

এই সংক্রান্ত আরও খবর :জবকার্ডই নেই, টাকা ঢুকেছে দেদার ; কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত

স্থানীয়দের বক্তব্য, কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ উঠছিল । তা স্বীকার করেন বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি । তিনি বলেন, "অনেক আগেই অভিযোগ উঠেছিল নীতার বিরুদ্ধে । কিন্তু, কেউ আমাদের কাছে সরাসরি অভিযোগ জানাননি । এখন মুখ্যমন্ত্রী কাটমানি ফেরত দিতে বলেছেন । সুতরাং আইন আইনের পথে চলবে । " অপরদিকে, বিষয়টি সামনে আসার পর ময়দানে নেমেছে BJP । দলের সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, "বালুরঘাট পৌরসভায় দুর্নীতিতে ভরপুর ছিল । তৎকালীন কাউন্সিলররা ও পৌরবোর্ড প্রতিক্ষেত্রে কাটমানি খেয়েছে । এখন সব সামনে আসছে । এবার কাটমানি ফেরতের জন্য মানুষ আরও বেশি করে সরব হবেন । "

এই সংক্রান্ত আরও খবর :কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল পঞ্চায়েত সদস্য ঘেরাও

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details