পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

10 দিন আগে সতর্কতা পুলিশ প্রধানের, লক্ষ্য ছিল ভারতীয় দূতাবাসও ? - Colombo terror attack

পুলিশ প্রধান সতর্কতা জারি করেছিলেন, দেশের একাধিক গুরুত্বপূর্ণ চার্চ ও কলম্বোয় ভারতের হাইকমিশন আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে একটি সংগঠন

ঘটনাস্থান

By

Published : Apr 21, 2019, 7:44 PM IST

কলম্বো, 21 এপ্রিল : দেশের একাধিক গুরুত্বপূর্ণ চার্চে আত্মঘাতী জঙ্গি হামলা হতে পারে। পাশাপাশি, জঙ্গিদের নিশানায় রয়েছে কলম্বোয় ভারতের হাইকমিশন। কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণের 10 দিন আগে সতর্কতা জারি করেছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান। সংবাদসংস্থা সূত্রে এ খবর জানা গেছে।

পুলিশ প্রধান পুজুথ জয়াসুন্দরা পদস্থ আধিকারিকদের কাছে আগাম সতর্কতা জারি করেন। 11 এপ্রিলের সেই বার্তাতে বলা হয়, "একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, দেশের একাধিক গুরুত্বপূর্ণ চার্চ ও কলম্বোয় ভারতের হাইকমিশন আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে ন্যাশনাল থৌহিথ জামাথ (NTJ) ।" গতবছর শ্রীলঙ্কার একাধিক বৌদ্ধ মূর্তি ভাঙচুর করে শিরোনামে উঠে এসেছিল NTJ । কিন্তু, আগাম সতর্কতা সত্ত্বেও কেন এই হামলা এড়ানো গেল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আজ গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো। উত্তর অংশের কোচ্চিকাড়ে, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণ হয়। শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলও বিস্ফোরণে কেঁপে ওঠে। তার ঘণ্টাখানেক পরই আরও দুটি বিস্ফোরণ হয়। ঘটনায় কমপক্ষে 207 জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন 450-রও বেশি। মৃত ও জখমদের মধ্যে অনেক বিদেশি নাগরিকও রয়েছেন।

এই সংক্রান্ত আরও খবর :শ্রীলঙ্কায় 6 ঘণ্টায় 8টি বিস্ফোরণ, মৃত বেড়ে 207

ABOUT THE AUTHOR

...view details