কলম্বো, 21 এপ্রিল : দেশের একাধিক গুরুত্বপূর্ণ চার্চে আত্মঘাতী জঙ্গি হামলা হতে পারে। পাশাপাশি, জঙ্গিদের নিশানায় রয়েছে কলম্বোয় ভারতের হাইকমিশন। কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণের 10 দিন আগে সতর্কতা জারি করেছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান। সংবাদসংস্থা সূত্রে এ খবর জানা গেছে।
পুলিশ প্রধান পুজুথ জয়াসুন্দরা পদস্থ আধিকারিকদের কাছে আগাম সতর্কতা জারি করেন। 11 এপ্রিলের সেই বার্তাতে বলা হয়, "একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, দেশের একাধিক গুরুত্বপূর্ণ চার্চ ও কলম্বোয় ভারতের হাইকমিশন আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে ন্যাশনাল থৌহিথ জামাথ (NTJ) ।" গতবছর শ্রীলঙ্কার একাধিক বৌদ্ধ মূর্তি ভাঙচুর করে শিরোনামে উঠে এসেছিল NTJ । কিন্তু, আগাম সতর্কতা সত্ত্বেও কেন এই হামলা এড়ানো গেল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।