কলকাতা, 17জুন : প্রধানমন্ত্রীর সঙ্গে আজ কোরোনা বৈঠকে বক্তার তালিকায় নেই পশ্চিমবঙ্গ । তারপরই বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজকের বৈঠকে যোগ দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে উপস্থিত থাকবেন অন্য অফিসাররা।
কোরোনা পরিস্থিতি নিয়ে আগেও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা নজর রেখে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন 16 এবং 17 তারিখ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 36 টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছেন 13 জন মুখ্যমন্ত্রী।
গতকাল (মঙ্গলবার) প্রথম দফার বৈঠক হয় । বৈঠকে যোগ দেন অসম, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ত্রিপুরা সহ 21টি রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চল। আজ 15টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী । বৈঠকে পশ্চিমবঙ্গের তরফ থেকে কোনও বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি । সূত্রের খবর, এতে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী।
এর আগেও বেশ কয়েকবার বৈঠকে রাজ্যের তরফে বক্তব্য রাখার সুযোগ পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার 13 জন মুখ্যমন্ত্রীদের তালিকায় নিজের নাম না থাকায়, কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজকের বৈঠকে যোগ দেবেন না মুখ্যমন্ত্রী। তবে উপস্থিত থাকবেন অন্য আধিকারিকরা। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় মুখ না খোলার সিদ্ধান্ত নিয়েছেন তারাও।