কলকাতা, 8 জুন: অ্যামেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু ও বর্ণবৈষম্যের প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভ দেখাল সবকটি বাম শ্রমিক সংগঠন। লেলিন মূর্তির সামনে, শান্তিপূর্ণ ও লকডাউন এর স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ দেখানো হয়।
অ্যামেরিকার বিরুদ্ধে শহরের পথে বাম শ্রমিক সংগঠন - George floyed murder
বর্ণবিদ্বেষ ও জর্জ ফ্রয়েডের মৃত্যু। এই দুইয়ের প্রতিবাদে বিক্ষোভ শহর কলকাতায়। ধর্মতলা বিক্ষোভ দেখায় বাম শ্রমিক সংগঠন CITU সহ অন্যান্যরা ।
![অ্যামেরিকার বিরুদ্ধে শহরের পথে বাম শ্রমিক সংগঠন Image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:57-wb-kol-03-citu-agitation-copy-7203847-08062020204212-0806f-03445-802.jpg)
সারাদেশে ও বিশ্বজুড়ে এই নির্মম হত্যাকাণ্ড ও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন বলে জানিয়েছেন CITU সভাপতি সুভাষ মুখোপাধ্যায় । ট্রাম্প প্রশাসনকে ধিক্বার জানাচ্ছে গোটা বিশ্ব।
CITUর সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন, " আমাদের দেশের কেন্দ্র ও রাজ্য সরকারে থাকা ক্ষমতাসীন দল দৃষ্টিভঙ্গিগত ভাবে ট্রাম্পের মতো একই রাজনৈতিক মতে পরিচিত। আর সে কারণেই এইসব নৃশংসতার বিরুদ্ধে এরাজ্যের সরকার নীরব থাকে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের গ্রেপ্তার করে।"
আজ শান্তিপূর্ণ প্রতিবাদের সময় সমাবেশ থেকে CITU সাধারণ সম্পাদক অনাদি সাহু সহ ২৬ জন নেতাকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন সুভাষ মুখোপাধ্যায়। কিছুক্ষণ পর তাদের জামিনে মুক্তি দেওয়া হলেও, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।