আসানসোল, ১০ এপ্রিল : "চৌকিদার চোর হ্যায়" লেখা ব্যানার বাবুল সুপ্রিয়র বাড়ির সামনে ঝুলছিল। আর তা দেখে মেজাজ হারালেন বাবুল। নিজে গাড়ি থেকে নেমে ব্যানারগুলি ছিঁড়ে আগুন ধরিয়ে দেন। ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূলের লোকজন এই কাজ করেছে। ভোটের আগে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করতে এসব করা হচ্ছে। উস্কানি দিতে এই ধরনের ব্যানার লাগানো হয়েছে।
আসানসোল মহিশিলা কলোনির বটতলা বাজারের কাছে BJP প্রার্থী বাবুল সুপ্রিয়র ফ্ল্যাট। আর সেখানে ফ্ল্যাটের সামনে কয়েকটি ব্যানার দেখা যায়। কয়েকটি ব্যানার টাঙানো হয়েছিল বাবুল সুপ্রিয়র বাড়ির চারপাশেও। সেই সব ব্যানারে লেখা ছিল "চৌকিদার চোর হ্যায়"। গতকাল দুপুরে জামুড়িয়া থেকে প্রচার সেরে ফিরছিলেন বাবুল। বাড়ি ঢোকার সময় তাঁর চোখে পড়ে ব্যানারগুলো। তা দেখেই মেজাজ হারান তিনি। গাড়ি থেকে নেমে ব্যানারগুলো ছিঁড়ে মাটিতে ফেলে দেন। আগুনও ধরিয়ে দেন সেগুলিতে। সম্পূর্ণ ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করে সোশাল মিডিয়ায় দেন তিনি। অভিযোগ, আগেও এই ধরনের ব্যানার টাঙানো হয়েছিল তাঁর বাড়ির সামনে। সেগুলোও ছিঁড়ে ফেলেছিলেন তিনি।