বিষ্ণুপুর, 3 সেপ্টেম্বর : আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে মৃত্যু হল নাবালিকার ৷ পুকুর থেকে উদ্ধার হল তার দেহ ৷ মৃতের নাম প্রত্যুষা মণ্ডল (9)৷ বিষ্ণুপুরের বড় গগনগোহালিয়ার বাসিন্দা সে ৷
বিষ্ণুপুরে পুকুর থেকে উদ্ধার নাবালিকার দেহ - Bishnupur
আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে মৃত্যু হল এক নাবালিকার ৷ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ ৷ তবে কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে পরিবার ও পুলিশ ৷
ছবি
গতকাল প্রত্যুষা বিষ্ণুপুরের দেউলিয়াতে তার আত্মীয়র বাড়ির এক অনুষ্ঠানে যায় ৷ এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ অনেক খোঁজাখুঁজির পর একটি পুকুরের ধারে তার পোশাক পড়ে থাকতে দেখা যায় ৷ এরপরই সন্ধেবেলা পুকুর থেকে উদ্ধার করা হয় তার দেহ ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷
তবে এই ঘটনা কী ভাবে ঘটল তা নিয়ে ধন্দে পরিবার । তদন্ত শুরু করেছে পুলিশ । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর পাশাপাশি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ ।
Last Updated : Sep 3, 2019, 5:40 PM IST