পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

লক্ষ্য BJP-বিরোধী জোটের শক্তিবৃদ্ধি, রাহুলের সঙ্গে সাক্ষাৎ চন্দ্রবাবুর - non bjp front

BJP বিরোধী জোটকে মজবুত করার লক্ষ্যে রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাৎ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ।

চন্দ্রবাবু নাইডু ও রাহুল গান্ধি

By

Published : May 18, 2019, 4:14 PM IST

দিল্লি, 18 মে : আগামী 23 মে লোকসভা ভোটের ফলাফল । তার আগে BJP বিরোধী জোটকে মজবুত করার লক্ষ্যে রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাৎ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । রাজনৈতিক মহলের মতে, ভোটের ফলাফলের আগে BJP বিরোধী দলগুলিকে একত্রিত করার লক্ষ্যেই ময়দানে নেমেছেন চন্দ্রবাবু । 23 তারিখ ভোটের ফলাফলের দিন BJP বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে বসার কথা সনিয়া গান্ধির । সেই বৈঠকে BJP বিরোধী মুখ হিসেবে তিনিও যে উপস্থিত থাকবেন সেই বার্তা দিতেই আজ রাহুলের সঙ্গে সাক্ষাৎ চন্দ্রবাবুর ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত ফেডেরাল ফ্রন্টের অন্যতম মুখ চন্দ্রবাবু । সেই ফ্রন্টের শক্তিবৃদ্ধির লক্ষ্যে কার্যত একসঙ্গে কাজ করছেন মমতা ও চন্দ্রবাবু । এই ফ্রন্টে যাদের থাকার কথা তাঁদের কয়েকজনের সঙ্গেও ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন চন্দ্রবাবু । যেমন আজই NCP প্রধান শরদ যাদবের সঙ্গে দেখা করেন তিনি । গতকাল CPI(M) নেতা সীতারাম ইয়েচুরি ও AAP প্রধান কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন । সূত্রের খবর, কে কত আসন পেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে । আঞ্চলিকদলগুলিকে একত্রিত করে কীভাবে BJP বিরোধী জোট গড়া যেতে পারে, বৈঠকে উঠে এসেছে সেই প্রসঙ্গও । আবার আজ বিকেলে মায়াবতী ও অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকে বসার কথা চন্দ্রবাবুর ।

চন্দ্রবাবুর অন্যতম প্রতিদ্বন্দ্বী তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সঙ্গে হাত মেলাতে রাজি হয়েছেন । সেক্ষেত্রে আপনার অবস্থান কী হবে ? চন্দ্রবাবুকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, "কেবলমাত্র TRS নয়, BJP বিরোধী সব দলকে স্বাগত । BJP বিরোধী জোটকে শক্তিশালী করায় লক্ষ্য ।"

ABOUT THE AUTHOR

...view details