নয়াদিল্লি, 21 জানুয়ারি : বন্ধ করা হল 42টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট । কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (I and B Ministry blocks Pakistan based social media accounts) । জানা যাচ্ছে, এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ওয়েবসাইটগুলির সঙ্গে পাকিস্তানি যোগ রয়েছে । গতকাল সেগুলি ব্লক করে দেওয়া হয়েছে ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব বিক্রম সহায় জানান, 35টি ইউটিউব চ্যানেল, 2টি টুইটার অ্যাকাউন্ট, 2টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, 2টি ওয়েবসাইট এবং 1টি ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। কেন্দ্রের দাবি, বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টগুলিতে ভারতীয় সেনাবাহিনী, কাশ্মীর, অন্যান্য দেশের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক এবং প্রাক্তন সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে একাধিক তথ্য রয়েছে ।