পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

Pakistani Social Media Accounts Blocked : ভুল তথ্য প্রচার, পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করল সম্প্রচার মন্ত্রক - Pakistani Social Media Accounts Blocked

সম্প্রচারমন্ত্রকের বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে 35টি ইউটিউব চ্যানেল, 2টি টুইটার অ্যাকাউন্ট, 2টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, 2টি ওয়েবসাইট এবং 1টি ফেসবুক অ্যাকাউন্ট (I and B Ministry blocks Pakistan based social media accounts) ।

pakistani social media block
পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ব্লক

By

Published : Jan 21, 2022, 10:07 PM IST

Updated : Jan 22, 2022, 7:13 AM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি : বন্ধ করা হল 42টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট । কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (I and B Ministry blocks Pakistan based social media accounts) । জানা যাচ্ছে, এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ওয়েবসাইটগুলির সঙ্গে পাকিস্তানি যোগ রয়েছে । গতকাল সেগুলি ব্লক করে দেওয়া হয়েছে ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব বিক্রম সহায় জানান, 35টি ইউটিউব চ্যানেল, 2টি টুইটার অ্যাকাউন্ট, 2টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, 2টি ওয়েবসাইট এবং 1টি ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। কেন্দ্রের দাবি, বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টগুলিতে ভারতীয় সেনাবাহিনী, কাশ্মীর, অন্যান্য দেশের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক এবং প্রাক্তন সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে একাধিক তথ্য রয়েছে ।

যুগ্ম সচিব জানান, “এই অ্যাকাউন্টগুলি পাকিস্তান থেকে পরিচালিত হয় । ভারত বিরোধী ভুয়ো খবর ছড়াচ্ছে সেগুলি । এই অ্যাকাউন্টগুলির মোট 1.2 কোটি সাবস্ক্রাইবার এবং 130 কোটির উপর দর্শক রয়েছে ।”

জানা যাচ্ছে, বন্ধ করা অ্যাকাউন্টগুলির বিষয়বস্তু তথ্য প্রযুক্তি বিধির জারি করা পাঁচটি পৃথক আদেশ লঙ্ঘন করেছে।

আরও পড়ুন : CISF Implement One Hand Bag Rule : বিমানযাত্রীরা হাতে একটাই ব্যাগ রাখতে পারবেন, নির্দেশ সিআইএসএফের

Last Updated : Jan 22, 2022, 7:13 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details