রায়গঞ্জ, 18 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটদানে বাধার অভিযোগ তুললেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। তাঁর অভিযোগ, "কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র BJP সরকারের হয়ে কথা বলছে।"
ভোটদানে বাধা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যানের - Second Phase Election
কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের BJP সরকারের হয়ে কথা বলছে। আমাদের ভোটদানে বাধা দিয়েছে। অভিযোগ করলেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান
আজ দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোটগ্রহণ হচ্ছে। বীরনগর GSFP স্কুলের 35/164 ও 35/165 নম্বর বুথে ভোট দিতে যান রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান। সঙ্গে ছিলেন তাঁর অনুগামীরা। সন্দীপবাবুর অভিযোগ, ভোটকেন্দ্রের কাছে যেতেই তাঁদের বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। লাঠি তুলে ভয় দেখানো হয় বলেও অভিযোগ।
রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান বলেন, "কেন্দ্রীয় বাহিনী আমাদের উপর চাপ দিচ্ছিল। যাতে আমরা ভোট না দিয়ে চলে যাই। তার ব্যবস্থা করতে চাইছে। কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র BJP সরকারের হয়ে কথা বলছে। আর তাদের সঙ্গে কিছু দোসর রাজনৈতিক দল যুক্ত হয়েছে। যারা কৌশলগতভাবে ভোট করাতে চায়। তারা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অরাজকতার পরিবেশ তৈরি করতে চাইছে। সবাই মিলে উৎসবের মেজাজে ভোট দিতে চাইছিলাম। নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে, এটা উৎসব। একা একা কি উৎসব হয়?" যদিও কেন্দ্রীয় বাহিনী সূত্রে খবর, বুথের 200 মিটারের মধ্যে অনেকে জমায়েত করেছিলেন। সেজন্য তাদের সঙ্গে কথা বলা হয়। সে প্রসঙ্গে সন্দীপবাবু বলেন, "আমরা এখানে অসংগঠিত জমায়েত করিনি। আমরা তো ভোটার। ভোটাররা এসে জমায়েত করেছিলাম।"