পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

'নীচ আদমি'র পর 'ভিতু', ফের আইয়ারের নিশানায় মোদি - Prime Minister

মোদিকে নিয়ে প্রশ্ন। মেজাজ হারিয়ে সাংবাদিকদের সতর্ক করলেন মণিশঙ্কর আইয়ার।

মণিশঙ্কর আইয়ার

By

Published : May 15, 2019, 3:15 PM IST

শিমলা, 15 মে : বছর দুয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'নীচ আদমি' বলে দল থেকে সাসপেন্ড হয়েছিলেন । কিন্তু, সেই 'শাস্তি' যে তাঁকে বিন্দুমাত্র টলাতে পারেনি, সে কথা বুঝিয়ে দিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার ।

এ বার মোদিকে 'ভিতু' বলে কটাক্ষ করলেন তিনি । পাশাপাশি, মোদিকে নিয়ে করা 'নীচ' মন্তব্যে তিনি যে বিন্দুমাত্র অনুতপ্ত নন, সে কথাও বুঝিয়ে দিলেন কংগ্রেস নেতা।

আজ শিমলায় এক অনুষ্ঠানে মোদিকে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আইয়ারকে । তখনই মেজাজ হারিয়ে ফেলেন তিনি । ভিতু প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁকে যেন কোনও প্রশ্ন করা না হয় বলেও সাংবাদিকদের 'সতর্ক' করেন আইয়ার । তিনি বলেন, "মোদিকে নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি নই । কারণ, মোদি এক জন ভিতু লোক।" পাশাপাশি, কেন বছর দুয়েক আগে মোদিকে 'নীচ' বলেছিলেন, তারও ব্যাখ্যা দেন ।

ABOUT THE AUTHOR

...view details