পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সিরিয়াল কিলারকে ফাঁসির আদেশ কালনা আদালতের - সিরিয়াল কিলারকে ফাঁসির সাজা

8 টি খুন, একাধিক খুনের চেষ্টা, বর্ধমান ও হুগলি জেলায় ধর্ষণসহ একাধিক দুষ্কর্মে দোষী সাব্যস্ত সিরিয়াল কিলারের সাজা ঘোষণা ।

Capital punishment to serial killer
Capital punishment to serial killer

By

Published : Jul 6, 2020, 7:59 PM IST

কালনা, 6 জুলাই : সিরিয়াল কিলার কামরুজ্জামান সরকারকে ফাঁসির সাজা শোনাল কালনা মহকুমা আদালত । তার বিরুদ্ধে 15 টি মামলা রয়েছে । এর মধ্যে আটটি খুনের মামলা পূর্ব বর্ধমান জেলার। পূর্ব বর্ধমানের সিঙ্গেরকোণ গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ফাঁসির সাজা শোনায় আদালত । হুগলি জেলাতেও একাধিক মামলা রয়েছে কামরুজ্জামানে বিরুদ্ধে ৷

2019 সালের 31 মে ফাঁকা বাড়ি থেকে রক্তাক্ত, বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় ওই কিশোরীর মৃতদেহ । তাঁর মা জানিয়েছিলেন, ঘটনার দিন তিনি কাজে গিয়েছিলেন । বাড়ি ফিরে দেখেন ঘরের ভিতর মেয়ের রক্তাক্ত মৃতদেহ। গলায় গামছার ফাঁস লাগানো। পরে তদন্তে নেমে পুলিশ কামরুজ্জামানকে গ্রেপ্তার করে।

সিরিয়াল কিলার কামারুজ্জামান
কালনা আদালত সূত্রে জানা গেছে, বেআইনি অনুপ্রবেশ, খুন ,ধর্ষণ এবং নাবালিকার উপরে যৌন নির্যাতনের অভিযোগে কামরুজ্জামানের বিরুদ্ধে ৷ 35 জন সাক্ষী দেয় । 50 টি নথি তার বিরুদ্ধে পেশ করা হয় । এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “কামরুজ্জামান সরকারকে গতবছর জুন মাসে গ্রেপ্তার করেছিল পুলিশ । এক বছর এক মাসের মধ্যে ট্রায়াল সম্পূর্ণ হয় । আজ সাজা ঘোষণা করা হয়। ”

ABOUT THE AUTHOR

...view details