পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সংক্রমণ এড়াতে ডালখোলায় পালিত হচ্ছে স্বেচ্ছায় ব্যবসা বন্ধ - Corona

30 জুন ডালখোলায় এক ব্যবসায়ী কোরোনা সংক্রমণে মারা যায়। এরপর ডালখোলার ব্যবসায়ী ও সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে পৌরসভার প্রশাসকদের সামনে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী আজ সকাল থেকে শুরু হল ব্যবসা বন্ধ ।

Raigunj
Raigunj

By

Published : Jul 8, 2020, 4:48 PM IST

রায়গঞ্জ, 8 জুলাই : পূর্ব ঘোষণা অনুযায়ী কোরোনা সংক্রমণ রুখতে ডালখোলার ব্যবসায়ী ও সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে পৌরসভার প্রশাসকদের সামনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসা বন্ধ শুরু হল আজ সকাল থেকে। সেই কারণে সকাল থেকেই বন্ধ বাজার-ঘাট । মানুষজনও নজরে আসেনি। শুধু কাঁচামাল হিসেবে ফলের আড়ত নিয়ম মেনে খোলা রয়েছে। সাধারণ মানুষ সদিচ্ছা নিয়ে কোরোনা মোকাবিলা করতে চাইলে যে এইভাবেও নিয়ম পালন করা সম্ভবত তা দেখিয়ে দিল ডালখোলা ।

উল্লেখ্য 30 জুন ডালখোলায় এক ব্যবসায়ী কোরোনা সংক্রমণে মারা যায়। এরপর ওই ব্যক্তির সান্নিধ্যে আসা 200 জনের পরীক্ষা করলে প্রথমে 15 জনের রিপোর্ট পজ়িটিভ আসে।এরপর একদিন বাদে ফের পৌরসভা এলাকায় আরও 5 জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এরপরেই এলাকার ব্যবসায়ী, রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা পারস্পরিক আলোচনার মাধ্যমে এলাকায় ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নেয়।সেই মোতাবেক আজ থেকেই ডালখোলায় ব্যবসা বন্ধ পালন করা শুরু হয়েছে । ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে হলেও এই বিষয়ে এগিয়ে এসেছেন স্থানীয় এলাকাবাসীরাও।

এলাকার এক ব্যবসায়ী তপন সরকার বন্ধের বিষয়টি নিয়ে বলেন,"কোরোনা সংক্রমণ এড়াতে স্থানীয় প্রশাসন ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।আমরা সেই মোতাবেক আপাতত কয়েকদিন ব্যবসা বন্ধ রাখাচ্ছি। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।"

ABOUT THE AUTHOR

...view details