হিলি, 24 জুন : নিত্যদিন অভিনব পদ্ধতিতে মাদকদ্রব্য পাচারের পথ বের করছে পাচারকারীরা৷ এবার বাদ্যযন্ত্রের খোলের মধ্যে দিয়ে নেশার দ্রব্য বাংলাদেশে পাচার করার চেষ্টা করল পাচারকারীরা। তবে পাচারের আগেই সীমান্তরক্ষী বাহিনীর হাতে তা ধরা পড়ে যায়। উদ্ধার করা হয় 4220টি লুপিজেসিক ইঞ্জেকশন৷ যার বাজারমূল্য প্রায় 85 হাজার টাকা। যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বাদ্যযন্ত্রের খোলে লুপিজেসিক ইঞ্জেকশন, বাংলাদেশে পাচারের চেষ্টা রুখল BSF
বাদ্যযন্ত্রের খোলের ভিতর নেশার ইঞ্জেকশন ভরে বাংলাদেশে পাচারের চেষ্টা বানচাল করে দিল সীমান্তরক্ষী বাহিনী। হিলি সীমান্ত থেকে প্রায় 85 হাজার টাকার লুপিজেসিক ইঞ্জেকশন উদ্ধার করা হয়। যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
BSF সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হিলির শ্রীরামপুর সীমান্ত দিয়ে নেশার ইঞ্জেকশনগুলি পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা। বাদ্যযন্ত্রের খোলের ভিতরে বিপুল সংখ্যায় লুপেজেসিক ইঞ্জেকশন লুকিয়ে বাংলাদেশ পাচারের জন্য সীমান্তে হাজির হয়েছিল পাচারকারী। তবে তথ্যের ভিত্তিতে সীমান্ত চৌকিতে কর্তব্যরত BSF জওয়ানরা বাদ্যযন্ত্রগুলি আটক করে তল্লাশি চালান। এরপরে খোলের ভিতর থেকে 4220টি লুপেজেসিক ইঞ্জেকশন উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলির বাজারমূল্য 84 হাজার 110 টাকা। নেশাদ্রব্যগুলি বাজেয়াপ্ত করার পর মঙ্গলবার হিলি থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী।
এই বিষয়ে BSF র 199 ব্যাটেলিয়নের তরফে জানানো হয়, বাদ্যযন্ত্রের ভিতরে নেশার ইঞ্জেকশন ভরে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা । খবর পেয়ে বাদ্যযন্ত্র আটক করলে তা থেকে অসংখ্য়া নেশার ইঞ্জেকশন উদ্ধার হয়। যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।