পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সীমান্ত অপরাধ রুখতে দেশে প্রথম হেল্পলাইন চালু সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের - Border security force

দেশের মধ্যে প্রথম সদর দফতরে কন্ট্রোল রুম খুলল সীমান্তরক্ষী বাহিনীর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। 5 ডিজিটের হেল্পলাইন নম্বরটি হলো 14419।

 image
South Bengal Frontier

By

Published : Jun 10, 2020, 10:37 PM IST

কলকাতা, 10 জুন: দেশের মধ্যে এমন উদ্যোগ প্রথম। বলা চলে পথ দেখালো সীমান্তরক্ষী বাহিনীর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। এই প্রথম বছরের সদর দপ্তর রাজারহাটে গড়ে উঠলো কন্ট্রোলরুম। আজ সেই হেল্পলাইন নম্বর এবং সংশ্লিষ্ট কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল ওয়াই বি খুরেনিয়া।


BSF এর তরফে জানানো হয়েছে, মানুষের সুবিধের জন্য মাত্র 5 ডিজিটের হেল্পলাইন নম্বরটি চালু করা হয়েছে। নম্বরটি হলো 14419। এই নম্বর চালুর উদ্দেশ্য হলো মালদা ,মুর্শিদাবাদ, নদিয়া ,উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে BSFর ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করা। এতে সীমান্ত অপরাধ অনেকটাই কমবে বলে মনে করছেন BSFর শীর্ষ আধিকারিকরা।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্তের 913.324 কিলোমিটার সীমান্ত প্রহরার দায়িত্বে আছে। এই অংশটি অত্যন্ত স্পর্শকাতর সীমান্ত। এখানে কাজ করা অত্যন্ত ঝুঁকির। কারণ প্রাকৃতিক বৈচিত্র। এই সীমান্ত এলাকায় অনেক অংশই নদী দিয়ে ঘেরা। আবার রয়েছে সুন্দরবনের মত সীমান্ত এলাকা। সীমান্তরক্ষী বাহিনী সর্বশক্তি প্রয়োগ করে বর্ডারের অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু তার পরেও BSFর নজর এড়িয়ে চলে স্মাগলিং। অনেক সময় চলে মানব পাচার। যা ভারতের জন্য অত্যন্ত খারাপ। আর সেই কারণেই সীমান্তবর্তী এলাকার মানুষজনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে চাইছে BSF। এই ভাবনা থেকেই হেল্পলাইন নম্বর চালু করা হলো।


BSFর DIG জানিয়েছেন, এই হেল্পলাইন নম্বর সাত দিন 24 ঘন্টা চালু থাকবে। সীমা সাথী নামে এই হেল্পলাইনে যে কেউ ফোন করে সীমান্ত অপরাধ সংক্রান্ত খবর দিতে পারবেন। বলাই বাহুল্য যিনি খবর দেবেন তার পরিচয় গোপন রাখা হবে।

ABOUT THE AUTHOR

...view details